বাংলাহান্ট ডেস্ক : করোনাকালে একটানা লাইমলাইটে ছিলেন সোনু সূদ (Sonu Sood)। মহামারি মিটতেই তাঁর জনপ্রিয়তা খানিক কমলেও এবার ফের সংবাদ শিরোনামে সোনু। তবে এবারে প্রশংসা নয়, বিতর্ক জড়াল তাঁর নামের সঙ্গে। লাহুল স্পিতির পাহাড়ি দুর্গম রাস্তায় খালি গায়ে, হেলমেট ছাড়া বাইক চালিয়ে আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা।
হেলমেট ছাড়া বাইক চালালেন সোনু (Sonu Sood)
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সোনুর (Sonu Sood)। সেখানে দেখা গিয়েছে, খালি গায়ে বিপজ্জনক রাস্তায় বাইক চালাচ্ছেন তিনি। মাথায় হেলমেট নেই, সঙ্গে কোনো নিরাপত্তারক্ষীকেও দেখা যাচ্ছে না। ভিডিওটি ভাইরাল হতেই ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন সোনুর (Sonu Sood) বিরুদ্ধে। লাহুল স্পিতি পুলিশকে ট্যাগও করেছেন অনেকে।
আইনি সমস্যায় অভিনেতা: এ বিষয়ে মুখ খুলেছে পুলিশ প্রশাসনও। একটি সরকারি বিবৃতিতে লাহুল স্পিতির পুলিশ সুপার ইলমা আফরোজ বলেন, সোশ্যাল মিডিয়ায় এক সুপরিচিত বলিউড অভিনেতার ভিডাল ভাইরাল হচ্ছে। সেখানে তাঁকে লাহুল স্পিতি জেলায় ট্রাফিক নিয়ম লঙ্ঘন করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ২০২৩ সালের বলে মনে হলেও এর সত্যতা যাচাই করা হচ্ছে। কেলং সদর দফতরের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তের জন্য’।
আরো পড়ুন : শুধু বাবা মা নয়, দাদু ঠাকুমার কাছেও রাখতে হবে নাতি নাতনিকে, বড় পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের
কী বললেন সোনু: ঘটনাটি বিতর্কে জড়াতেই মুখ খুলেছেন সোনু (Sonu Sood)। এক্স হ্যান্ডেলে তিনি বলেন, নিয়ম মেনে চলেন তিনি। এটি একটি শুটিংয়ের দৃশ্য। তাই একে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। যদিও কীসের শুটিং তা অবশ্য খোলসা করেন তিনি।
আরও পড়ুন : সৃজিতের ছবিতে ডেবিউ আরাত্রিকার, ‘মিঠিঝোরা’ ছাড়ছেন নায়িকা? বড় সিদ্ধান্ত নির্মাতাদের
প্রসঙ্গত, এই ভিডিওটি ঘিরে নতুন করে বিতর্কে জড়িয়েছেন সোনু। যিনি নিজেই নিরাপদে গাড়ি চালানোর কথা বলেন, নিয়ম মেনে চলার কথা বলেন, তিনি নিজেই এখন এমন বেপরোয়া ভাবে গাড়ি চালাচ্ছেন। অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন সোনুর উপরে।