অসাধারন উদ‍্যোগ, লকডাউনে বাস ভাড়া করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিচ্ছেন সোনু সূদ

বাংলাহান্ট ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের (migrant workers) নিজ রাজ‍্যে ফেরানোর জন‍্য এবার উদ‍্যোগী হলেন বলি অভিনেতা সোনু সূদ (sonu sood)। পরিযায়ী শ্রমিকদের জন‍্য নিজের খরচায় বাস ভাড়া করে তাদের নিজেদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব‍্যবস্থা করেছেন তিনি। সবটাই সরকারের অনুমতি নিয়েই তিনি করেছেন বলেও জানা গিয়েছে।

fb migrant workers r 041620125011
জানা গিয়েছে, লকডাউনের মধ‍্যেই ১০টি বাস ভাড়া করে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ‍্যে ফেরার বন্দোবস্ত করে দিয়েছেন অভিনেতা। মুম্বই থেকে কর্ণাটকে যাবেন ওই পরিযায়ী শ্রমিকরা। লকডাউনে ১০টি বাস জোগাড় করে সেসব কিছুর খরচ বহন করা থেকে শুরু করে নিজে বাস স্ট‍্যান্ডে দাঁড়িয়ে থেকে ওই শ্রমিকদের যাত্রার ব‍্যবস্থা করে দিয়েছেন সোনু।

https://www.instagram.com/p/CADDaVhnpcl/?igshid=zoxo0cks9wz7

https://www.instagram.com/p/CADH2z0BzVN/?igshid=e1zpkpphhulo

তবে এই পুরো ব‍্যাপারটাই হয়েছে নিয়ম মাফিক। মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের সঙ্গে কথা বলে, অনুমতি পাওয়ার পরেই এই কাজে হাত বাড়িয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, মহারাষ্ট্রের থানে থেকে কর্ণাটকের গুলবার্গ পর্যন্ত যাবে বাসগুলি।

https://www.instagram.com/p/CADCnjWJyF0/?igshid=1oqtzccpr3aza

https://www.instagram.com/p/CADMtgUHS1Z/?igshid=19hheg4ys2wmx

এই প্রসঙ্গে সোনু বলেন, ‘লকডাউনের মধ‍্যে ভারতের সব নাগরিকের মতো পরিযায়ী শ্রমিকদেরও অধিকার রয়েছে নিজেদের পরিবারের কাছে পৌঁছনোর। তাই এই উদ‍্যোগ নিয়েছেন তিনি।’ তবে শুধু মহারাষ্ট্র ও কর্ণাটক নয়, নিজের সাধ‍্যমতো সব রাজ‍্যের পরিযায়ী শ্রমিকদের জন‍্যই সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু।

Niranjana Nag

সম্পর্কিত খবর