বাংলাহান্ট ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের পর এবার গরীব কৃষকের সাহায্যে হাত বাড়ালেন সোনু সূদ (sonu sood)। করোনার জন্য দীর্ঘ লকডাউনে বিপুল ক্ষতির মুখে পড়েছেন কৃষক। ট্রাক্টর তো দূর, জমিতে লাঙল টানার জন্য বলদ কেনারও টাকা নেই। বাধ্য হয়ে নিজের মেয়েদের দিয়েই জমিতে লাঙল টানাচ্ছেন। কৃষকের জন্য এবার একটি ট্রাক্টরের ব্যবস্থা করে দিলেন সোনু।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি মর্মান্তিক ভিডিও। ভিডিওতে দেখা যায় এক কৃষক তার মেয়েদের দিয়ে জমিতে লাঙল টানাচ্ছেন। জানা গিয়েছে, এই ভিডিও অন্ধ্রপ্রদেশের মদনাপল্লীর। লকডাউনের জন্য ওই টমেটো চাষীর অনেক ক্ষতি হয়ে গিয়েছে। বলদ ভাড়া করার টাকাও নেই তার হাতে। তাই বাধ্য হয়ে নিজের মেয়েদের দিয়েই জমিতে লাঙল টানাচ্ছেন তিনি।
ভিডিওটি দেখা মাত্রই টুইট করেন সোনু। তিনি লেখেন, ‘বলদ নয়, এই পরিবারের একটি ট্রাক্টর প্রয়োজন। তাই পাঠাচ্ছি। সন্ধ্যার মধ্যে ট্রাক্টর দিয়ে জমিতে চাষ করতে পারবেন আপনি।’
সোনুর এই উদ্যোগে অভিভূত নেটিজেনরাও। অভিনেতাকে ‘ভগবান’ বলে মন্তব্য করেছেন একজন। অপর একজন লিখেছেন, ‘এভাবেই কাজ করতে থাকুন। আপনি আরও মানুষকে অনুপ্রেরণা দিচ্ছেন।’
This family doesn’t deserve a pair of ox 🐂..
They deserve a Tractor.
So sending you one.
By evening a tractor will be ploughing your fields 🙏
Stay blessed ❣️🇮🇳 @Karan_Gilhotra #sonalikatractors https://t.co/oWAbJIB1jD— sonu sood (@SonuSood) July 26, 2020
এর আগে কিরগিজস্তানে আটকে পড়া ৪ হাজার মেডিক্যাল পড়ুয়াকে ভারতের মাটিতে ফেরানোর উদ্যোগ নেন সোনু সূদ। জানা যায় ওই পড়ুয়ারা বিহার ও ঝাড়খন্ডের বাসিন্দা। করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকায় বিদেশেই আটকে পড়ে তারা। এমতাবস্থায় সোনুর কাছে সাহায্য চেয়ে টুইট করে ওই পড়ুয়ারা।
টুইট চোখে পড়তেই উত্তর দেন অভিনেতা। পড়ুয়াদের আশ্বাস দিয়ে তিনি লেখেন, ‘কিরগিজস্তানের পড়ুয়ারা এবার বাড়ি ফিরবে। ২২ জুলাই প্রথম বিসকেক-বারানসী চার্টার বিমান যাবে। আপনাদের ইমেল আইডি ও ফোন নম্বরে সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্যান্য চার্টার বিমানও এই সপ্তাহেই পাড়ি দেবে।’