সোনুর প্রবাসী রোজগার.কম ওয়েবসাইটে নতুন ১ লাখ চাকরির প্রতিশ্রুতি! জানালেন অভিনেতা নিজেই

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় এখন শুধুই অভিনেতা সোনু সূদের (sonu sood) জয়জয়কার। লকডাউনে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়ে একরকম তাদের ‘দেবতা’ হয়ে উঠেছেন সোনু। এখনও পর্যন্ত কেউ সাহায‍্য চাইলেই তার সহায় হয়ে উঠছেন তিনি।
এর আগে নিজের জন্মদিনে পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়েছেন তাদের জন‍্য ৩ লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষনা করেন সোনু। এবার আরও এক ধাপ এগিয়ে প্রবাসী ভারতীয়দের জন‍্য AEPC র সঙ্গে হাত মিলিয়েছেন তিনি। তাঁর প্রবাসী রোজগার.কম ওয়েবসাইটের মাধ‍্যমে ম‍্যানুফ‍্যকচারিং ও এক্সপোর্ট কোম্পানিগুলিতে ১ লক্ষ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন সোনু।

https://twitter.com/SonuSood/status/1291618529561792517?s=19

নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলের মাধ‍্যমে এই সুখবরই পৌঁছে দিয়েছেন অভিনেতা। নেটিজেনরাও প্রশংসা করছেন সোনুর এই মহ‍ৎ উদ‍্যোগের। আগের বার নিজের জন্মদিন উপলক্ষে পরিযায়ীদের জন‍্য বিশেষ উদ‍্যোগের কথা সোশ‍্যাল মিডিয়ায় জানান সোনু সূদ। তিনি লেখেন, ‘আমার জন্মদিন উপলক্ষে একটি ছোট উদ‍্যোগ। প্রবাসী রোজগার ডট কম থেকে ৩ লক্ষ চাকরির সুযোগ। এই চাকরিগুলিতে ভাল বেতন, পিএফ, ইএসআই ও অন‍্যান‍্য সব সুযোগ সুবিধা পাওয়া যাবে। AEPC, CITI, Trident, Amazon, Quesscorp, Sodex, Urban Co, Portea ও অন‍্যান‍্য কোম্পানিকে ধন‍্যবাদ এই প্রচেষ্টায় সাহায‍্য করার জন‍্য।’

sonu sood 6 jpg 710x400xt 1
এর আগেই পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের কথা ঘোষনা করেছিলেন সোনু। দীর্ঘ লকডাউনে যারা কাজ হারিয়ে ফেলেছেন বিশেষত তাদের জন‍্যই এই উদ‍্যোগ নিয়েছেন অভিনেতা। এর জন‍্যই প্রবাসী রোজগার ডট কম অ্যাপটি বানানো হয়েছে।
জানা গিয়েছে সারা দেশের স্বেচ্ছাসেবী সংগঠন, স্টার্ট আপ, সরকারি সংস্থা সহ ৫০০ টি কোম্পানি হাত মিলিয়েছে সোনুর এই অ্যাপের সঙ্গে। তবে এখনও বিষয়টা প্রাথমিক পর্যায়ে রয়েছে। শ্রমিকদের কাজের দক্ষতা বিচার করে সেই অনুযায়ী চাকরি দেওয়া হবে বলে জানান সোনু। এর জন‍্য একটি হেল্পলাইন নম্বরও দেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর