নেই মাথা গোঁজার ঠাঁই, জলপাইগুড়ির ‘বোন’এর নতুন বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি ‘দাদা’ সোনু সূদের

বাংলাহান্ট ডেস্ক: রাখি উপলক্ষে জলপাইগুড়ির (jalpaiguri) এক মহিলার দিকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন সোনু সূদ (sonu sood)। এই বিশেষ দিনেই দুঃস্থ মহিলার নতুন বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। ‘বোনের’ জন‍্য এটাই রাখির উপহার ‘দাদা’ সোনুর।
স্বামীকে হারিয়েছেন আগেই। গ্রামবাসীরা মিলে ত্রিপল, প্লাস্টিক, বেড়া দিয়ে একটা ছোট ঝুপড়ি মতো বানিয়ে দিয়েছিলেন ওই মহিলাকে। সেখানেই ছোট সন্তানকে নিয়ে কোনও রকমে থাকছিলেন তিনি। কিন্তু বৃষ্টিতে সেই ঘরের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। এই অবস্থায় সন্তানের মুখে তুলে দেওয়ার মতো খাবারও কিছু অবশিষ্ট নেই তার।

sonu sood 6 jpg 710x400xt 1
সোনাল সিং নামে এক মহিলা এই বাড়ির দুর্দশার ভিডিও পোস্ট করে টুইটারে সাহায‍্য চেয়েছেন সোনুর কাছে। তিনি ছাড়া আর কেউ এখন সাহায‍্য করারও নেই বলে জানিয়েছেন ওই মহিলা। ভিডিওটি দেখা মাত্রই উত্তর দিয়েছেন সোনু। লিখেছেন, ‘আজ রাখি বন্ধন উপলক্ষে এই বোনের নতুন বাড়ি তৈরি করা যাক।’

কিছুদিন আগেই একটি অত‍্যন্ত মানবিক কাজ করেন সোনু। তিনজন অনাথ শিশুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। তেলেঙ্গানার ইয়দদ্রি ভুবনগিরি জেলার বাসিন্দা এই তিন শিশুর বাবা এক বছর আগে মারা যান। জানা যায়, বেশ কিছুদিন ধরে তাদের মা ও অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষপর্যন্ত তিনটি শিশুকে অনাথ করে দিয়ে তিনিও শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন। এমন অবস্থায় বড় ভাই দায়িত্ব নেয় ছোট দুই ভাই বোনের।
তবে তার বয়সও নিতান্তই অল্প। সোনু সূদের সাহায‍্য চেয়েছে তারা। এক ব‍্যক্তি টুইটারে তিন শিশুর দুর্দশার ভিডিও শেয়ার করে সোনুর কাছে সাহায‍্যের আবেদন করেন। তিন শিশুর মধ‍্যে বড় নয় বছর বয়সী মনোহর জানিয়েছে সে ডাক্তার হতে চায়। সোনু সূদের মতো কেউ যদি তাদের সাহায‍্য করে তাহলে তারা বেঁচে যাবে।
ছোট বাচ্চাগুলির দুর্দশা দেখে সোনুরও মন ব‍্যথিত হয়। অবিলম্বে তিনি উত্তর দেন, ‘ওরা আর অনাথ নয়, আমি ওদের দায়িত্ব নিলাম।’ নেটিজেনরাও ধন‍্য ধন‍্য করছেন সোনুর এই পদক্ষেপের জন‍্য।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর