বাংলাহান্ট ডেস্ক: একের পর এক কাজ করে সারা দেশের মানুষের মন জয় করে নিচ্ছেন সোনু সূদ (sonu sood)। পরিযায়ী শ্রমিকদের (migrant workers) ত্রাতা হয়ে উঠেছেন তিনি। যে যেখানেই বিপদে পড়েছে, অর্থসঙ্কটে বাড়ি ফিরতে পারছে না, সোনুর সঙ্গে যোগাযোগ করলেই তিনি অবতীর্ণ হচ্ছেন ত্রাতার ভূমিকায়।
লকডাউন উঠে গেলেও এখনও অনেক শ্রমিকই আটকে রয়েছেন ভিন রাজ্যে। পরিবহন ব্যবস্থা চালু হলেও দীর্ঘ লকডাউনের কারনে তাদের আর্থিক সঙ্গতি নেই ঘরে ফেরার। এমতাবস্থায় এখনও অনেকে সোনুর সাহায্যপ্রার্থী হচ্ছেন। এমনই একজন হলেন সুভাষ মহাপাত্র। আদতে বাংলার মানুষ হলেও পেটের টানে মুম্বইয়ের গোরেগাঁওতে থাকেন তিনি।
বাড়ি ফিরতে চেয়ে সোনুর কাছে সাহায্য চেয়েছেন তিনি। একটি ভিডিওতে তিনি জানিয়েছেন, নিজের রাজ্য পশ্চিমবঙ্গে ফিরতে চান তিনি। মা মৃত্যুশয্যায়। গান করার পাশাপাশি গাড়ি চালানোও সুভাষবাবুর পেশা। কিন্তু লকডাউনে চলে গিয়েছে দুটো কাজই। এর আগেও সোনুকে টুইট করার কথা জানিয়েছেন সুভাষবাবু। কিন্তু কোনও উত্তর পাননি।
টুইটটি নজরে আসতেই উত্তর দিয়েছেন সোনু সূদ। তিনি লিখেছেন, ‘মাকে বলে দিন আপনি ঘরে ফিরছেন। ভগবান ওনাকে দীর্ঘায়ু দিন। দেরি হওয়ার জন্য ক্ষমা করবেন।’
https://twitter.com/SonuSood/status/1281537502830981120?s=19
সম্প্রতি এক বৃদ্ধ ঘরছাড়া হয়ে রাস্তায় শুয়ে ছিলেন। খবর পেয়ে তাঁর খাবার ও বাড়ির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিনেতা। গোটা দেশের মানুষের কাছে হিরো হয়ে উঠেছেন সোনু। সকলেই নিজের নিজের মতো করে তাঁকে সম্মান প্রদান করার চেষ্টা করছেন।
Don't worry about his home. Will get it done dear. From tomorrow he will be a new man with a new home 💝 https://t.co/IKmRHdmjFP
— sonu sood (@SonuSood) July 11, 2020
প্রসঙ্গত, গোটা লকডাউনে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পৌঁছে দিয়েছেন সোনু। যেই সাহায্য চেয়েছে তাঁর কাছে সকলের জন্য যথাসাধ্য করেছেন তিনি। অভিনেতা জানিয়েছিলেন, রাতে ঘুমাতে পারছেন না তিনি। সারা দিন সারা রাত একের পর এক মেসেজ আসছে তাঁর কাছে সাহায্য চেয়ে। কোনও মেসেজ যাতে চোখ এড়িয়ে না যায় তার জন্য দিনরাত নজর রাখছেন তিনি সহ তাঁর গোটা টিম।