সুপারম‍্যান! ঘূর্ণীঝড়ের আগে মুম্বইয়ের ২৮০০০ মানুষকে সরিয়ে নিরাপদ আশ্রয়ের ব‍্যবস্থা করেন সোনু

বাংলাহান্ট ডেস্ক: একেই বলে বাস্তবের হিরো। একের পর এক কাজ করে সারা দেশের মানুষের মন জয় করে নিচ্ছেন সোনু সূদ (sonu sood)। পরিযায়ী শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছেন তিনি। যে যেখানেই বিপদে পড়েছে, অর্থসঙ্কটে বাড়ি ফিরতে পারছে না, সোনুর সঙ্গে যোগাযোগ করলেই তিনি অবতীর্ণ হচ্ছেন ত্রাতার ভূমিকায়। এখনও পর্যন্ত প্রায় ১৮০০০ পরিযায়ী শ্রমিককে বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি।
কিন্তু এখনও মন জয় করা বাকি রয়েছে অভিনেতার। এবার ঘূর্ণীঝড় নিসর্গ থেকে অসহায় মানুষকে রক্ষা করতে রীতিমতো ‘সুপারম‍্যান’ হয়ে উঠলেন সোনু। জানা গিয়েছে, মুম্বইতে ঘূর্ণীঝড় আছড়ে পড়ার আগেভাগেই সমুদ্রের পাড়ে বসবাসকারী প্রায় ২৮০০০ মানুষকে সরিয়ে নিয়ে স্থানীয় স্কুল, কলেজে রেখে আসেন অভিনেতা ও তাঁর টিম।

sonu sood 2
শুধু তাই নয়, তাদের সবার জন‍্য খাবারের বন্দোবস্তও করেন তিনি। এছাড়া মুম্বইতে অসমের প্রায় ২০০ জন মানুষকেও ঘূর্ণীঝড়ের আগে সরিয়ে নিয়ে যান সোনু। ব‍্যবস্থা করেন তাদের থাকা ও খাওয়ার।
সম্প্রতি আরও ১০০০ জন পরিযায়ী শ্রমিককে বাড়ি ফেরানোর ব‍্যবস্থা করেন সোনু। রবিবার রাতে মুম্বইয়ের থানে স্টেশনে নিজে দাঁড়িয়ে থেকে সব শ্রমিককে ট্রেনে তোলার ব‍্যবস্থা করেন অভিনেতা। শুধু তাই নয়, তাদের হাতে স‍্যানিটাইজার, খাবার সহ সমস্ত নিত‍্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেন তিনি। নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু তদারকও করেন সোনু।
এই প্রসঙ্গে সোনু বলেন, “ট্রেন দুটি বিহার ও উত্তর প্রদেশ রওয়ানা দিয়েছে। আমরা সবাইকে খাবার, স‍্যানিটাইজার দিয়েছি। তবে এই কাজ মহারাষ্ট্র সরকারের সাহায‍্য ছাড়া সম্ভব ছিল না। আমি আমার সাধ‍্যমতো চেষ্টা করছি। যতক্ষণ না সকলে বাড়ি পৌঁছবে আমি থামব না।”


Niranjana Nag

সম্পর্কিত খবর