বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ লকডাউনের (lockdown) সময় পরিযায়ী শ্রমিক তথা দুঃস্থ মানুষদের ত্রাতা হিসাবে অবতীর্ণ হয়েছিলেন সোনু সূদ (sonu sood)। কমিকসের পাতা থেকে ‘সুপারম্যান’ যেন জীবন্ত হয়ে সোনুর রূপ ধরে এসেছিল বাস্তবের পৃথিবীতে। লক্ষ লক্ষ মানুষকে লকডাউনের মধ্যে নিজের বাড়িতে পৌঁছে দিয়েছেন তিনি। লকডাউনের পরেও ডাক পেলেই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সোনু।
এবার নিজের মুখেই সেই দীর্ঘ লকডাউন কাহিনি বললেন সোনু সূদ। সম্প্রতি রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ডান্সার’এ অতিথি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই দুজন প্রতিযোগীর পারফর্ম্যান্স দেখে আবেগতাড়িত হয়ে পড়েন অভিনেতা।
সোনু জানান, লকডাউনের সময় এমনই কয়েকজন গর্ভবতী বা সদ্য মা হওয়া মহিলাকে নিজের বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। বাড়ি গিয়ে তারা নিজেদের সন্তানের ছবি পাঠিয়েছেন তাঁকে। বলতে বলতে চোখে বারবার জল এসে যায় সোনুর। এমন পরিস্থিতি যেন আর কখনও না আসে সেই প্রার্থনাও করেন তিনি।
সোনু আরও বলেন, বিভিন্ন দফতরে গিয়ে লকডাউনের মধ্যে ভিন্ন রাজ্যে প্রবেশের অনুমতি আদায় করা সহজ ছিল না। অনেক সময়ই এমন হয়েছে তিনি কথা দিয়ে দিয়েছেন অথচ অনুমতি মেলেনি। সেক্ষেত্রে আধিকারিকদের সঙ্গে তিনি নিজে কথা বলেছেন। সোনুর কথায়, তাঁর মনে হত নিজের পরিবারকেই বাড়ি পাঠাচ্ছেন তিনি।
লকডাউনে এক গর্ভবতী পরিযায়ী শ্রমিক মহিলাকে বাড়ি পাঠিয়েছিলেন সোনু। সেই দম্পতির সঙ্গে ভিডিও কলের ব্যবস্থা করা হয় শোতে। দম্পতি জানান কিভাবে সোনুকে সাহায্যের কথা বলতেই গাড়ির ব্যবস্থা করে তিনি তাদের নিজেদের রাজ্যে পাঠিয়েছিলেন। বন্দোবস্ত ছিল পর্যাপ্ত খাবার, জলেরও।
ওই শ্রমিক দম্পতি আরও জানান, বাড়ি ফেরার কয়েকদিন পরেই তাদের পুত্র সন্তানের জন্ম হয়। অভিনেতার প্রতি কৃতজ্ঞতায় সদ্যোজাতের নাম সোনু চৌধুরী রেখেছেন তারা। শোয়ে উপস্থিত বিচারক, প্রতিযোগীরাও সোনুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। এই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।