প্রাণ বাজি রেখেও বাড়ি ফিরছেন পরিযায়ী শ্রমিকরা, নাম না করে তারকাদের কটাক্ষ সোনুর

বাংলাহান্ট ডেস্ক: বাড়িতে বসে বিরক্ত হয়ে যাচ্ছেন আর অপরদিকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার জন‍্য ব‍্যাকুল হয়ে উঠেছেন। এভাবেই কিছু তারকাকে নাম না করে বিঁধলেন সোনু সূদ (sonu sood)। বেশ কয়েকজন নামজাদা তারকা সম্প্রতি পোস্ট করে বলেছেন বাড়িতে বসে বোর হয়ে যাচ্ছেন তাঁরা। তাঁদের উদ্দেশেই এবার তীর্যক মন্তব‍্য করেছেন সোনু।

images 2020 05 19T155024.043
সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের একটি ভিডিও শেয়ার করে সোনু লিখেছেন, ‘আমরা বলি বাড়িতে বসে বিরক্ত হয়ে যাচ্ছি অথচ এই পরিযায়ী শ্রমিকরা নিজের প্রাণ বাজি রেখেও বাড়ি ফিরতে উদ‍্যত। ঈশ্বর তাঁদের পরিবারের সঙ্গে নিশ্চয়ই দেখা করিয়ে দেবেন।’
উল্লেখ‍্য, সম্প্রতি অভিনেত্রী তাপসী পান্নু একটি ভিডিও শেয়ার করে জানান তাঁর ঘরের এসি খারাপ হয়ে যাওয়াতে খুবই সমস‍্যায় পড়তে হয়েছে তাঁকে। সোনম কাপুরও ছবি পোস্ট করে নেটিজেনদের সমালোচনার শিকার হন। এবার সোনুও নাম না করে এই তারকাদেরই কটাক্ষ করেছেন বলে মনে করছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, লকডাউনের মধ‍্যেই ১০টি বাস ভাড়া করে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিকদের নিজের রাজ‍্যে ফেরার বন্দোবস্ত করে দিয়েছেন সোনু। মুম্বই থেকে কর্ণাটকে যাবেন ওই পরিযায়ী শ্রমিকরা। লকডাউনে ১০টি বাস জোগাড় করে সেসব কিছুর খরচ বহন করা থেকে শুরু করে নিজে বাস স্ট‍্যান্ডে দাঁড়িয়ে থেকে ওই শ্রমিকদের যাত্রার ব‍্যবস্থা করে দিয়েছেন সোনু।
তবে এই পুরো ব‍্যাপারটাই হয়েছে নিয়ম মাফিক। মহারাষ্ট্র ও কর্ণাটক সরকারের সঙ্গে কথা বলে, অনুমতি পাওয়ার পরেই এই কাজে হাত বাড়িয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, মহারাষ্ট্রের থানে থেকে কর্ণাটকের গুলবার্গ পর্যন্ত যাবে বাসগুলি।
এই প্রসঙ্গে সোনু বলেন, ‘লকডাউনের মধ‍্যে ভারতের সব নাগরিকের মতো পরিযায়ী শ্রমিকদেরও অধিকার রয়েছে নিজেদের পরিবারের কাছে পৌঁছনোর। তাই এই উদ‍্যোগ নিয়েছেন তিনি।’ তবে শুধু মহারাষ্ট্র ও কর্ণাটক নয়, নিজের সাধ‍্যমতো সব রাজ‍্যের পরিযায়ী শ্রমিকদের জন‍্যই সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু।


Niranjana Nag

সম্পর্কিত খবর