‘করব না করব না’ করেও বোনের জন‍্য কংগ্রেসের হয়ে প্রচারে নামলেন সোনূ সূদ

বাংলাহান্ট ডেস্ক: প্রথমে না না করলেও সেই বোন মালবিকার (malvika) জন‍্য প্রচারে নামতেই হল সোনু সূদকে (sonu sood)। পঞ্জাবের আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়ছেন অভিনেতার বোন মালবিকা সূদ। পঞ্জাবের মোগা জেলার খুখারনাতে বোনের হয়ে প্রচার সারেন সোনু। জনতার সঙ্গে সরাসরি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

দাদা অভিনেতা হলেও বোন মালবিকা অভিনয়ের দিকে যাননি। তিনি সমাজ সেবার সঙ্গে যুক্ত থেকেছেন। একটি সেকেন্ডারী স্কুল চালানোর পাশাপাশি IELTS এর ইংরেজি শিক্ষার কোচিং ক্লাসও করান তিনি। দুঃস্থ শিশুদের বিনামূল‍্যে শিক্ষাদানের পাশাপাশি তাদের বই ও অন‍্যান‍্য দরকারি জিনিসপত্রও বিতরণ করেন। গত সাত বছর ধরে সমাজ সেবার কাজে যুক্ত রয়েছেন মালবিকা।

sonu sood sister malvika sood 1200x996 1
এর আগে মালবিকার রাজনীতিতে আসা নিয়ে সোনু জানান, বোন যে সাহসটা দেখিয়েছে সে জন‍্য তিনি গর্বিত। তিনি বলেন, “ও গত কয়েক বছর ধরে এখানে রয়েছে এবং সমস‍্যাগুলো সম্পর্কে ওয়াকিবহাল। আমি খুশি যে ও মানুষের সংস্পর্শে থাকতে পারবে আর সরাসরি তাদের সাহায‍্য করতে পারবে।”

কিন্তু সোনু সাফ জানিয়ে দিয়েছিলেন, এটা মালবিকার সফর। তাঁর রাজনীতির সঙ্গে কোনো যোগসূত্র নেই। বোনের জন‍্য প্রচারও করবেন না তিনি। নিজের যে কাজ এতদিন ধরে সোনু করে এসেছেন সেটাই করবেন। ভবিষ‍্যতে কখনোই রাজনৈতিক বিষয়ে তিনি জড়াবেন না বলেই জানিয়ে দেন অভিনেতা। যদিও এখন কার্যক্ষেত্রে অন‍্য রকমই দেখা যাচ্ছে।

আগেই পঞ্জাবের ‘স্টেট আইকন’ পদ থেকে সরে দাঁড়িয়েছেন সোনু। নির্বাচন কমিশনের তরফে গত বছর সোনুকে ‘স্টেট আইকন’ হিসাবে নির্বাচন করা হয়। পঞ্জাবের মোগা জেলাতেই জন্ম অভিনেতার। কিন্তু সম্প্রতি সোনু টুইটে জানান, তিনি স্বেচ্ছায় পঞ্জাবের স্টেট আইকনের পদ ছাড়ছেন। তাঁর পরিবারের সদস‍্য পঞ্জাবের বিধানসভা ভোটে লড়াই করবেন। তাই তাঁর ও নির্বাচন কমিশনের যৌথ সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


Niranjana Nag

সম্পর্কিত খবর