বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) আক্রান্ত হলেন সোনু সূদ (sonu sood)। সোশ্যাল মিডিয়ায় নিজেই অনুরাগীদের এই খবর জানিয়েছেন তিনি। গত বছর লকডাউনের সময় থেকেই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে নিজের বাড়ি পৌঁছাতে সাহায্য করেছিলেন সোনু। প্রতিদিনই বহু মানুষের সংস্পর্শে এসেছেন তিনি। কিন্তু এতদিন সুস্থ থাকলেও করোনার দ্বিতীয় ঢেউয়ে মারণ ভাইরাসকে ঠেকাতে পারলেন না সোনু।
নিজের ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সবাইকে এই খবর জানিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই আজ সকালে আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। প্রাথমিট নিরাপত্তা হিসাবে আমি নিজেকে কোয়ারেন্টাইন করে নিয়েছি ও যথা সম্ভব খেয়াল রাখছি নিজের। কিন্তু চিন্তা করবেন না আপনাদের সমস্যা সমাধানের জন্য আমার কাছে অনেক সময় রয়েছে। মনে রাখবেন আমি সবসময় আপনাদের জন্য আছি।’
অনুরাগী ও সতীর্থদের কমেন্টের ঢল নেমেছে সোনুর পোস্টে। সকলেই অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। নিজের যথাযথ খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তাঁকে। তবে করোনা আক্রান্ত হয়েও সোনু যে সাধারন মানুষের চিন্তা করা বন্ধ করেননি তার জন্য তাঁকে ধন্য ধন্য করছেন সকলে।
https://www.instagram.com/p/CNwmRibg_XC/?igshid=1b99k6lfgtcys
লকডাউনে সোনু সূদ নামটার সঙ্গে যেন নতুন করে পরিচিত হয়েছিল দেশবাসী। এমন নয় যে সোনুকে আগে কেউ চিনতেন না। অভিনেতা হিসাবে অত্যন্ত জনপ্রিয় না হলেও তাঁর পরিচিতির সঙ্গে ওয়াকিবহাল ছিলেন সকলেই। কিন্তু মহামারির সময় যেন সোনুর এক অন্য রূপের সঙ্গে পরিচিত হল মানুষ।
করোনা পরিস্থিতিতে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে কিভাবে নিজেদের রাজ্যে ফিরিয়ে আনা যায় তা নিয়ে যখন তাবড় রাজনীতিবিদদের কপালে চিন্তার ভাঁজ, সেই সময়েই ত্রাতা হিসাবে এগিয়ে আসেন সোনু। তথাকথিত প্রথম সারির তারকা না হয়েও সম্পূর্ণ নিজের উদ্যমে লক্ষ লক্ষ মানুষকে নিজের বাড়ি পৌঁছে দিয়েছেন সোনু।
সেই শুরু, তারপর থেকে আর পিছনে ফিরে তাকাননি অভিনেতা। বাচ্চা থেকে বৃদ্ধ, কারোর অসুস্থতা, বিপদের কথা শুনলেই ছুটে যাচ্ছেন নিজে বা পাঠাচ্ছেন সাহায্য। আক্ষরিক অর্থেই ‘গরিবের ভগবান’ হয়ে উঠেছেন সোনু সূদ।