গরীব বাচ্চাদের পয়সার অভাবে আর ছাড়তে হবে না পড়াশোনা, সোনু সুদ শুরু করল নতুন অভিযান

বাংলা হান্ট ডেস্কঃ বলিউডের ভিলেন সোনু সুদ (Sonu Sood) এবার মনস্থির করে নিয়েছেন যে, তিনি প্রতিটি অভাবী মানুষের সাহায্য করছে। আর সেবাকেই নিজের জীবনের প্রধান উদ্দেশ্য বানিয়ে নিয়েছেন তিনি। সোনু সুদ লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্য করে গোটা ভারতের মন জয় করে নিয়েছিলেন। আর এবার তিনি গরীব বাচ্চাদের জন্য বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা আনতে চলেছেন।

সোনু সুদ, নিজের মা সরোজ- এর নামে একটি স্কলারশিপ প্রোগ্রাম শুরু করতে চলেছেন। তিনি সেই গরীব বাচ্চাদের স্কলারশিপ দেবেনে, যারা টাকার অভাবে পড়াশোনা করতে পারছেন না। সোনু নিজেই ট্যুইট করে এই কথা জানিয়েছেন। তিনি লেখেন, ভবিষ্যতে আমাদের যোগ্যতা নির্ধারণ করবে আমাদের পরিশ্রম। আমরা কোথা থেকে এসেছি, আমাদের আর্থিক ক্ষমতা কতটা এগুলোর গুরুত্ব থাকবে না। আমার একটি প্রচেষ্টা , স্কুলের পর পড়াশোনার জন্য full scholarship দেওয়া হবে, বাচ্চাদের আগামী দিনে যেন পড়াশোনা করতে সমস্যা না হয়, সেটার জন্যই আমার এই ছোট্ট প্রয়াস।”

সোনু সুদের নতুন অভিযান এই বাচ্চাদের মুখে হাসি ফোটাবে। যারা আর্থিক সমস্যার জন্য পড়াশোনা করতে পারছে না, তাঁদের এবার আর পড়াশোনা ছাড়তে হবে না। সোনু এবার তাঁদের সমস্ত অভাব মেটাবে। সোনু জানান, লকডাউনে বাচ্চাদের পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে। অনেকেই অনলাইন কোর্স জয়েন করে পড়াশোনা করছে। কিন্তু যাঁদের কাছে টাকা নেই, তাঁরা অনলাইনে পড়তে পারছে না। সোনু বলেন, এবার আর গরীব বাচ্চাদের এই নিয়ে ভাবতে হবে না।

তবে সনু গরীব বাচ্চাদের সাহায্য করার ক্ষেত্রে দুটি শর্ত রেখেছেন। প্রথমটি হল বাচ্চার পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে। আর বাচ্চাকে পড়াশোনায় ভালো হতে হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর