ক‍রোনা আক্রান্তদের বিনামূল‍্যে শেষকৃত‍্যের দায়িত্ব নিক স‍রকার, আবেদন সোনু সূদের

বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) আক্রান্ত রোগীদের শেষকৃত‍্যের দায়ভার নিক সরকার, দাবি জানালেন অভিনেতা সোনু সূদ (sonu sood)। করোনা আক্রান্তদের শেষকৃত‍্য অন্তত বিনামূল‍্যে করার ব‍্যবস্থা করুক সরকার, এমনি দাবিতে সোচ্চার হয়েছেন অভিনেতা। সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় এই আর্জি জানিয়েছেন সোনু।

অভিনেতার বক্তব‍্য, একজন করোনা আক্রান্ত ব‍্যক্তিকে হাসপাতালে ভর্তি করা থেকে শেষকৃত‍্য পর্যন্ত লম্বা সময়টা একের পর এক বাধার সম্মুখীন হতে হয়। এমন অবস্থায় মানুষগুলোর শেষকৃত‍্যটা অন্তত যাতে নির্বিঘ্নে সম্পন্ন তার জন‍্য সরকারকেই দায়িত্ব নেওয়া উচিত বলে মত সোনুর।

Sonu Sood 1200 5
এই প্রসঙ্গে অভিনেতা বলেন, তাঁর এক পরিচিত করোনা আক্রান্ত ব‍্যক্তির শেষকৃত‍্যের জন‍্য শ্মশানে নিয়ে যাওয়া হলে সেখানেও দেখা যায় বড়সড় অঙ্কের টাকা দাবি করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্রায় প্রতিদিনই করোনা আক্রান্ত মৃতদেহের সৎকারের জন‍্য লাইন পড়ে যাচ্ছে। আর প্রতিটা দেহের জন‍্য দাবি করা হচ্ছে ১৫-১৬ হাজার টাকা।

এত টাকা দেওয়ার ক্ষমতা অনেকের নেই। তাই সোনুর আর্জি সরকার থেকে দায়িত্ব নিয়ে করোনা আক্রান্তদের বিনামূল‍্যে শেষকৃত‍্যের ব‍্যবস্থা করা উচিত। উপরন্তু যদি এর জন‍্য বিশেষ আইন প্রণয়ন করা হয় তবে রোগীর পরিবারের লোকেরাই তার শেষকৃত‍্য করতে পারবেন।

প্রসঙ্গত, অতি সম্প্রতি করোনা থেকে মুক্ত হয়েছেন সোনু। আর কোভিড মুক্ত হয়েই নতুন উদ‍্যমে ঝাঁপিয়ে পড়েছেন মানুষের সাহায‍্যে। অবশ‍্য করোনা আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে থাকার সময়েও মানুষের সাহায‍্য করার থেকে পিছু হটেননি অভিনেতা।

https://www.instagram.com/tv/COUn3d1Aamd/?igshid=1b2hvmjgmle86

সম্প্রতি দেশের মানুষের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন সোনু। নিজের টুইটার হ‍্যান্ডেলে অভিনেতা লিখেছেন, ‘১৫ আগস্ট যারা দেশভক্তি দেখায় তাদের জন‍্য বার্তা: দেশের জন‍্য কিছু করার ও দেশভক্তি দেখানোর এর থেকে দরকারি সময় আর আসবে না।’ স্পষ্ট বোঝা যাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছে দেশের এই জরুরি সময়ে দেশবাসীকে একে অপরের সাহায‍্যে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন সোনু।

এর আগে অভিনেতার একটি টুইটে কপালে চিন্তার ভাঁজ পড়েছিল সকলের। করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে ছিলেন সোনু। কিন্তু সাহায‍্য করা বন্ধ করেননি তিনি। অভিনেতা একটি টুইটে লিখেছিলেন, হাসপাতালে ৫৭০ টি বেড প্রয়োজন ছিল। কিন্তু তিনি জোগাড় করতে পেরেছিলেন ১১২টি।

অপরদিকে ১৪৭৭ রেমডেসিভিরের জায়গায় ভাত্র ১৮টির জোগান দিতে পেরেছিলেন সোনু। তবে তারপরেই একটি টুইটে অভিনেতা লেখেন, তিনি কখনো জেতেন আবার কখনো হারেন। কিন্তু তিনি তাঁর সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন।


Niranjana Nag

সম্পর্কিত খবর