৫ জি না ১০ জি নেটওয়ার্ক বিনামূল‍্যে দিচ্ছেন সোনু সূদ, পাত্তা পাবেনা Jio, Airtel

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পর্দায় অ্যাকশন করনেওয়ালা হিরো নয়, এই দু বছর ধরে চলতে থাকা করোনা অতিমারি শিখিয়েছে আসলে সেই ই হিরো যে দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায়। শুধুমাত্র নিজের আখের গোছানোতে ব‍্যস্ত না থেকে অসহায় মানুষকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়ে, বাস্তবে সেই তো আসল নায়ক। তালিকায় অন‍্যতম নাম সোনু সূদের (sonu sood)। হ‍্যাঁ, তিনিও রূপোলি পর্দার মানুষ। কিন্তু একই ইন্ডাস্ট্রির হয়েও বাকিদের থেকে অনেকটাই আলাদা সোনু।

বেশিরভাগ অভিনেতা অভিনেত্রীরা যেখানে ঘরে বসে সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে সহানুভূতি দেখিয়ে বা নিদেনপক্ষে ত্রাণ তুলেই খালাস, সেখানে কোনো সাহায‍্য ছাড়াই দুঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পথে নেমে পড়েছিলেন সোনু। তখন কোথায় তাঁর সেলিব্রিটি ইমেজ! দেশ জুড়ে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে সম্পূর্ণ নিজের চেষ্টায় বাস, ট্রেন, বিমানে করে নিরাপদে বাড়ি পাঠিয়েছিলেন সোনু। প্রমাণ করে দিয়েছিলেন সমাজের ভাল করতে রাজনীতির সাসায‍্য লাগে না।


করোনা কালে মানুষ পেয়েছিল বাস্তবের নায়ককে। গোটা দেশ জুড়ে ধন‍্য ধন‍্য রব উঠেছিল সোনুর জন‍্য। তবে এখন সম্পূর্ণ অন‍্য কারণে চর্চায় উঠে আসছে অভিনেতার নাম। সোনু নাকি বিনামূল‍্যে ১০ জি নেটওয়ার্ক দিতে চলেছেন সকলকে, এমনি খবরে উত্তাল নেটদুনিয়া। কিন্তু ৪ জির যুগে যখন ৫ জি আসব আসব করছে তখন ১০ জি নেটওয়ার্ক কোত্থেকে পেলেন সোনু?

ব‍্যাপারটা খোলসা করেই বলা যাক। করোনাকালে সোনুর কৃতিত্বের জন‍্য বিভিন্ন ভাবে অভিনেতাকে সম্মান ফিরিয়ে দিয়েছে মানুষ। এমনি একজন এক বেনজির উপহার দিয়েছেন অভিনেতাকে। মোবাইলের ছোট্ট সিম কার্ডের উপরে তিনি নিজে হাতে ফুটিয়ে তুলেছেন সোনুর ছবি। তাঁর করা টুইটটিই রিটুইট করে মজা করে অভিনেতা লিখেছেন, ‘বিনামূল‍্যে ১০ জি নেটওয়ার্ক’।

 

টুইটটি ভাইরাল হতে সময় লাগেনি। এরপরেই নেটিজেনরা এক এক রকম প্রতিক্রিয়া দিতে শুরু করেন কমেন্ট বক্সে। কেউ লিখেছেন, চিন ৬ জি স‍্যাটেলাইট লঞ্চ করে দিয়েছে ইতিমধ‍্যেই। আপনি কিছু একটা করুন।  আবার আরেকজনের মতে অন‍্যান‍্য মোবাইল নেটওয়ার্ক কোম্পানিগুলি এবার আর পাত্তা পাবে না।

X