বাস্তবের হিরো, এক সময়ের বাতিল হয়ে যাওয়া সোনুর ছবি আজ উজ্জ্বল নামী ম‍্যাগাজিন কভারে

বাংলাহান্ট ডেস্ক: সময়ের ফেরে কত কিছুই না বদলায়। যে কাঁচকে অবহেলায় ছুঁড়ে ফেলে মানুষ, এক সময় তাকেই হীরের সম্মানে মাথায় তুলে নেয়। ঠিক এমনটাই ঘটেছে সোনু সূদের (sonu sood) সঙ্গে। একটা সময় যে জনপ্রিয় ম‍্যাগাজিন তাঁর ছবি ছুঁড়ে ফেলে দিয়েছিল সেই ম‍্যাগাজিনই এখন কভার পেজে ছাপছে সোনুর ছবি।

কেরিয়ারের শুরুর দিকে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন সোনু। সেই সময় প্রযোজকদের কাছে, বিভিন্ন ম‍্যাগাজিনের জন‍্য পোর্টফোলিও পাঠাতেন তিনি। সেই সময়েই এক নামী ম‍্যাগাজিনের জন‍্য নিজের ছবি পাঠিয়েছিলেন সোনু। কিন্তু বাতিল হয়ে গিয়েছিল সেই ছবি। কিন্তু আজ সময় বদলেছে, পরিস্থিতি বদলেছে। রিলে ভিলেন হয়েও রিয়ালে বাস্তবিক হিরোর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সোনু।

sonu 1589808535
আজ তারাই সসম্মানে অভিনেতার ছবি ছেপেছেন নিজেদের কভার পেজে। হ‍্যাঁ, কাজে করে দেখিয়েছেন সোনু। এই খবর নিজেই জানিয়েছেন তিনি। ম‍্যাগাজিনের কভার পেজের একটি ছবি টুইট করে তিনি লিখেছেন, ‘একদিন পাঞ্জাব থেকে একটি অডিশনের জন‍্য নিজের ছবি পাঠিয়েছিলাম কিন্তু তা বাতিল হয়ে যায়। আজকে এই সুন্দর কভারের জন‍্য ধন‍্যবাদ জানাতে চাই। আপ্লুত।’

https://twitter.com/SonuSood/status/1398926403270156289?s=19

গত বছরের আগে পর্যন্ত বলিউডের একজন সাধারন অভিনেতা হিসাবেই পরিচিত ছিলেন সোনু সূদ। সাধারনত সহ অভিনেতা হিসাবেই দেখা গিয়েছে তাঁকে ছবিতে। জনপ্রিয়তাও এমনকিছু আহামরি নয়। কিন্তু ২০২০ যেন সব হিসেব নিকেশ পালটে দিয়েছে। বলিউডের তাবড় প্রথম সারির তারকারা যখন একটা অঙ্কের টাকা অনুদান দিয়েই খালাস তখন মানুষের স্বার্থে রাস্তায় নেমে পড়েছিলেন সোনু।

উত্তর থেকে দক্ষিণ, দেশের যে প্রান্তেই পরিযায়ী শ্রমিকদের আটকে পড়ার খবর পেয়েছেন তাদের সাহায‍্যে পাঠিয়েছেন বাস, ট্রেন, বিমান পর্যন্ত। শুধুমাত্র দেশের মধ‍্যেই আটকে থাকেনি তাঁর কাজ। বিদেশেও লকডাউনের মধ‍্যে যারা আটকে পড়েছিলেন বিশেষ বিমান পাঠিয়ে তাদের উদ্ধার করে এসেছেন সোনু।

শুরুটা হয়েছিল এভাবে। একে একে মানুষের সাহায‍্যে ‘রবিন হুড’ হয়ে উঠেছেন অভিনেতা। দুঃস্থ পড়ুয়াদের জন‍্য স্মার্টফোনের ব‍্যবস্থা করা থেকে অসহায় কৃষকের জন‍্য আস্ত একটা ট্রাক্টর এনে হাজির করা সবই একা হাতে করেছেন সোনু। এমনকি নিজে উদ‍্যোগ নিয়ে দেশবাসীর জন‍্য অক্সিজেন প্ল‍্যান্টের ব‍্যবস্থা করেছেন। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না হয়ে যে এমন বৃহত্তর স্বার্থে সাহায‍্যের জন‍্য ঝাঁপ দেওয়া যায় তা হয়তো সোনুকে দেখার আগে কেউ ভাবেওনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর