নীল বিকিনিতে সমুদ্রসৈকতে সোফি, তুমুল ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে খুব বেশি ছবিতে কাজ না করলেও সিনেজগতে বেশ জনপ্রিয় নাম সোফি চৌধুরী। তাঁর ফিল্ম কেরিয়ারে এখনও পর্যন্ত স্বল্প সংখ‍্যক ছবিতেই অভিনয় করেছেন তিনি। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে চালিয়ে গিয়েছেন মডেলিং, টিভি শোয় অ্যাঙ্কারিং। এমনকি কয়েকটি আইটেম গানে নাচতেঝ দেখা গিয়েছে তাঁকে। ভিডিও জকির ভূমিকাতেও ধরা দিয়েছেন সোফি।
এহেন সোফি যে সোশ‍্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হবেন তা বলাই বাহুল‍্য। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ‍্যা ২ মিলিয়নেরও বেশি। মাঝে মাঝেই নতুন নতুন ফটোশুটের ছবি বা ভিডিও সেখানে শেয়ার করতে ভালবাসেন অভিনেত্রী। তবে এখন পরিস্থিতি অন‍্য। দীর্ঘ ২১ দিনের লকডাউনে কার্যত স্তব্ধ দেশ। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে বাকি সবই।

অনন‍্যদের মতো সোফিও রয়েছন ঘরবন্দি। তাই এই পরিস্থিতিতে পুরোনো স্মৃতি রোমন্থন করা ছাড়া আর কোনও কাজ নেই তাঁর।
সেই কারনেই পুরোনো ছবি হাতড়ে একটি ভ‍্যাকেশনের ছবি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন সোফি। ছবিতে দেখা যাচ্ছে নীল রঙের বিকিনি পরে সমুদ্রসৈকতে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। সেইসব দিন যে তিনি খুবই মিস করেন তাও জানিয়েছেন সোফি। পাশাপাশি সবাইকে ঘরে থাকার পরামর্শ দিতেও ভোলেননি তিনি।

https://www.instagram.com/p/B-HcYV8g01M/?igshid=1c63uup8333so

ইতিমধ‍্যেই ৬৪ হাজার লাইক পড়ে গিয়েছে এই ছবিতে। বহু মানুষ শেয়ারও করেছেন এই ছবি। প্রসঙ্গত, ভারতীয় বংশোদ্ভূত হওয়া সত্ত্বেও সোফির জন্ম ম‍্যানচেস্টারে। সেখান থেকে ভারতে এসেই অভিনয় জগতে নিজের কেরিয়ার শুরু করেন তিনি।

সম্পর্কিত খবর

X