‘নারদায় সবাই গ্রেফতার হোক’, ‘কেউ বললেই তো আর ধরবে না’, অভিষেকের পাল্টা সৌগত

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতির আবহে বারংবার শিরোনামে উঠে আসছে ‘সেই’ নারদাকাণ্ড। প্রায় তিন বছর পর ফের তদন্তের অগ্রগতি বাড়াচ্ছে সিবিআই। সম্প্রতি নারদাকাণ্ডের (Narada Case) নেপথ্যে থাকা ম্যাথু স্যামুয়েলকে তলব করেছে সিবিআই। ওদিকে গত বুধবার বুধবার, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর, একেবারে প্রকাশ্যে সংবাদমাধ্যমের সামনে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) মুখে উঠে এসেছে নারদা প্রসঙ্গ!

সেদিন সাংবাদিকদের একাধিক প্রশ্নের মধ্যে উঠে আসে সম্প্রতি নারদা কাণ্ডে সিবিআই তৎপরতার প্রসঙ্গ। সেই বিষয়ে প্রশ্ন করলে জবাবে অভিষেক বলেন, “নারদা কাণ্ডে যাদের টাকা নিতে দেখা গিয়েছে সবাইকে গ্রেফতার করা হোক। শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে।”

অভিষেক বলেছিলেন, ‘‘শুভেন্দুকে টিভি ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে। অথচ এখনও কোনও বিচারপতি বলেননি, ওকে ডেকে পাঠাও। যারা নারদায় অভিযুক্ত তাদের সবাইকে গ্রেফতার করা হোক। আর শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে।” অভিষেকের এই এক কথাতেই তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে।

আরও পড়ুন: প্রাথমিক দুর্নীতিতে ‘এই’ এক ক্লাব থেকেই যাবতীয় টাকার লেনদেন! ED-র দাবিতে তোলপাড়

এবার অভিষেকের সেই মন্তব্য প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। শাসকদলের এই তাবড় নেতাও নারদকাণ্ডে অভিযুক্ত। সৌগত বলেন, ‘ আজ থেকে পাঁচ বছর আগে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তদন্ত এগোয়নি, আমি কি করব? অভিষেক যা ঠিক মনে করেছে, তাই বলেছে! অ্যারেস্ট তো সঙ্গে সঙ্গে করে না, যেই বলুক না কেন! জিজ্ঞাসাবাদ করে আপত্তিকর কিছু পেলে তবেই অ্যারেস্ট করবে।’

sougata tmc

আরও পড়ুন: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের ডবল প্রহার! ৫ জেলায় জারি সতর্কতা, কয়েক ঘণ্টা বাজ থেকে সতর্ক থাকুন

প্রসঙ্গত, নারদ স্টিং অপারেশনের ফুটেজে সেই সময়ের যে সকল তৃণমূল নেতা মন্ত্রীদের টাকা নিতে দেখা গিয়েছিল তারা হলেন, সৌগত রায়, কাকলি ঘোষদস্তিদার, মুকুল রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, ইকবাল আহমেদ, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদ। ছিলেন আইপিএস অফিসার এসএমএইচ মির্জা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর