বাংলা হান্ট ডেস্কঃ গোটা লন্ডন শহর সফর ভালো কাটলেও,অক্সফোর্ডের কেলগ কলেজে ভাষণ দিতে গিয়েই হয় আচমকা ছন্দপতন। বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee ) ভাষণের মাঝেই আচমকা বিক্ষোভ দেখিয়ে একের পর এক প্রশ্ন ছুঁড়েছিলেন একদল এসএফআই সমর্থকরা। সেদিন নেত্রীর সেই অসম্মানের পর মুখ বুজে থাকায়, আজ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের তোপের মুখে পড়েছিলেন দলের একাংশ। তারপরেই প্রতিক্রিয়া দিয়ে তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায় ((Sougata Roy)) বললেন, ‘আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত।’
কী বলেছেন সৌগত রায় (Sougata Roy)?
দেবাংশুর মন্তব্যের একেবারে উল্টো সুরে সৌগত রায় (Sougata Roy) এদিন বললেন, ‘মমতার বিরুদ্ধে বিক্ষোভ নিয়ে আহত, আগেও বিবৃতি দিয়েছি। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ক্ষতি হবে না। ১০ জন এসএফআই, ৫ জন বিজেপি অক্সফোর্ডের ফাঁকা মাঠে স্লোগান দিয়েছে। আমি মনে করি না এই নিয়ে হইচই করে নামা উচিত।’
নিজের বক্তব্যের সপক্ষে যুক্তিও দিয়েছেন প্রবীণ নেতা। তাঁর কথায়,মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই চান না বিক্ষোভ হোক। সৌগত রায়ের দাবি দলনেত্রী নির্দেশ দিলে একদিনের নোটিসে বিক্ষোভ হত। তাই তাঁর সাফ কথা, ‘১০টি ছেলে কী করেছে তার কোনও গুরুত্ব নেই।’
আরও পড়ুন: প্রত্যাশারা থেকেও বেশি…! সার্কিট বেঞ্চের কাজ দেখে কি বললেন হাইকোর্টের বিচারপতিরা?
বিদেশের মাটিতে তৃণমূল নেত্রীর অসম্মানের পর দলের পক্ষ থেকে সেভাবে কারও কোনো প্রতিক্রিয়া না পেয়ে আজ সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছিলেন দেবাংশু। সেখানে দলের একাংশকে নিশানা করে তিনি লিখেছেন, ‘জনপ্রতিনিধি এবং পদাধিকারীদের কাছে অনুরোধ, দয়া করে নেত্রীর অসম্মানের সময় অন্তত মুখ খুলুন। এই নেত্রী এবং দলের অনুমোদনই আপনি, আমি আজ কেউ নির্বাচিত সদস্য, কেউ বা বড় পদের অধিকারী। এই নেত্রীর জন্যেই আজ আমাকে, আপনাকে লোক চিনেছে, জিতিয়েছে।’
নেত্রীর সম্মান রাখার খাতিরে নূন্যতম প্রতিবাদ জানানোর আর্জি জানিয়ে চাঁচাছোলা ভাষায় দেবাংশু এদিন প্রশ্ন ছুঁড়েছেন, ‘নেত্রীকে অসম্মান করলে গায়ে জ্বালা ধরে না? তখনও নির্দেশ আসার অপেক্ষা করতে হয়? নিজে থেকে একটা মিছিল কিংবা একটা পথসভা করলে কি দল আপনাকে তাড়িয়ে দেবে? পার্টি অফিস গুলোতে যে শতশত চামচাদের নিয়ে বসে থাকেন, যাদেরকে দিয়ে শুধুমাত্র নিজের সঙ্গে সেলফি কিংবা আপনার ড্রেন উদ্বোধনের ছবি পোষ্ট করান, এসব ইস্যুতে তাদের দিয়ে একটা করে ফেসবুক, টুইটারে পোষ্ট তো করাতে পারেন অন্তত! পারেন না?’