রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সৌমেন্দু অধিকারী

   

বাংলা হান্ট ডেস্কঃ পুরসভার পুর প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ায় দফতরের নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হলেন সৌমেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিচারক অমৃত হাজরার ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি চান তিনি। ওনার আবেদন গ্রহণও করা হয়েছে আদালতের পক্ষ থেকে। আগামী ৪ জানুয়ারি এই মামলা শুনানি হবে।

উল্লেখ্য, কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত হওয়ার পর সৌমেন্দু অধিকারীকে নিয়ে নতুন করে জল্পনা সৃষ্টি হয়েছে। জেলার রাজনীতিতে গুঞ্জন উঠেছে যে সৌমেন্দু অধিকারী আগামীকাল কাঁথিতে শুভেন্দু অধিকারীর সভায় বিজেপিতে যোগ দিতে পারেন।

বলে রাখি, একদিন আগেই সৌমেন্দুকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে অপসারিত করা হয়েছিল। ওনার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে সিদ্ধার্থ মাইতিকে। উনি আজই কাঁথি পুরসভার পুর প্রশাসকের দায়িত্ব নিতে চলেছেন। তবে সিদ্ধার্থ মাইতির বিরুদ্ধে ওই এলাকার ভোটার না হওয়ারও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি সৌমেন্দুকে অনৈতিক ভাবে প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়ার ঘটনার নিন্দাও করেছেন।

আগামীকাল পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা শুভেন্দু অধিকারীর। আর সেই সভার আগে জল্পনা উঠেছে যে, সৌমেন্দু ওই সভা থেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন। আরেকদিকে, সৌমেন্দুকে পুরসভার প্রশাসকের পদ থেকে সরানোর পরপরই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, পুরসভায় ওনার যেই অফিস রয়েছে সেখানে তিনি আর যাবেন না। আর এবার এও শোনা যাচ্ছে যে, শিশির অধিকারীও পুর ভবনে আর যাবেন না।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর