বাংলাহান্ট ডেস্কঃ রাজনীতিতে সর্বদাই তর্ক, বিতর্ক, তর্জা লেগেই রয়েছে। সুযোগ পেলেই একে অন্যকে আক্রমণ করতে বিন্দুমাত্র খামতি রাখে না। কখনও ব্যক্তিকে, আবার কখনও ব্যক্তির পরিবার তুলেও আক্রমণ করতে দেখা গিয়েছে অনেককে। তবে এবার শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তাঁর পরিবারকে আক্রমণ করায় কুণাল ঘোষের (kunal ghosh) বিরুদ্ধে মামলা করলেন সৌমেন্দু অধিকারী (soumendu adhikari)।
গত বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে আশ্রয় নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর তাঁর হাত ধরেই বিজেপিতে নাম লেখান ভাই সৌমেন্দু অধিকারীও। আবার তার কিছুদিন পরও অধিকারী পিতা শিশির অধিকারীকেও দেখা গিয়েছিল বিজেপির সভা মঞ্চে।
স্বভাবত কারণেই অধিকারী পরিবারের উপর তাই ভীষণই রাগ রয়েছে তৃণমূল শিবিরের। আর সুযোগ পেলেই সেই রাগের বহিঃপ্রকাশ করেন বিভিন্ন তৃণমূল নেতৃত্ব। বুধবার নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠানে সেই সুযোগ হাতছাড়া করলেন না তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
বুধবারের সেই সভা মঞ্চ থেকে সকলের সামনেই যা নয় তাই বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারীকে। কুণাল ঘোষ বলেন, ‘নন্দীগ্রাম থেকে তোমাকে উচ্ছেদ করে ছাড়ব শুভেন্দু অধিকারী। শুভেন্দু বেইমান, গদ্দার, অমিত শাহের জুতো পালিশ করছে। শুভেন্দু হটাও, দেশ বাঁচাও, গদ্দার হটাও, মীর জাফর হটাও, বিভীষণ হটাও’।
কুণাল ঘোষের এমন মন্তব্যের পরবর্তীতে তাঁর বিরুদ্ধে কাঁথি আদালতে মানহানির মামলা দায়ের করেন সৌমেন্দু অধিকারী। তিনি বলেন, ‘তৃণমূলের মুখপাত্র মন্তব্য করতে করতে শালীনতার মাত্রা ছাড়িয়ে ফেলছে। গোটা পরিবারকে নিশানা করে অশ্রাব্য ভাষায় আক্রমণ করেছেন উনি। এর জন্য আইনজীবী মারফত মামলা করেছি, আর এরপর আদালত পদক্ষেপ নেবে’।