শেষের পরেই তো শুরু, আবারো জীবন্ত হয়ে উঠলেন সৌমিত্র-স্বাতীলেখা জুটি, প্রকাশ‍্যে ‘বেলাশুরু’র ট্রেলার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সৌমিত্র চট্টোপাধ‍্যায় (Soumitra Chatterjee) ও স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta), দুই কিংবদন্তির কেউই আর নেই আমাদের মাঝে। কিন্তু রয়ে গিয়েছে তাঁদের কাজ। শেষবার এই জুটি পর্দায় ধরে দিয়েছিলেন ২০১৫ সালে। মুক্তি পেয়েছিল ‘বেলাশেষে’। সুপারহিট হয়েছিল ছবিটি। সিক‍্যুয়েলের অপেক্ষা ছিল তখন থেকেই। অবশেষে প্রকাশ‍্যে ‘বেলাশুরু’র (Belashuru) প্রথম ঝলক।

তবে পরিচালক শিবপ্রসাদ নন্দিতা এটাকে সিক‍্যুয়েল বলতে রাজি নন। যদিও প্রথম ছবির প্রায় সকলেই রয়েছেন দ্বিতীয় ছবিতেও। বেলাশুরুর ট্রেলার ফিরিয়ে এনেছে বেলাশেষের স্মৃতি। সম্পর্কের উত্থান পতন, টানা পোড়েনের কষ্টের মধ‍্যেই যৌথ পরিবারের টান নতুন করে অনুভব করায় বেলাশুরু।


সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের জন্মবার্ষিকীতেই প্রকাশ‍্যে এসেছিল ছবির টিজার। কয়েক সেকেণ্ডের ভিডিওতে দেখা গিয়েছিল, পরম যত্ন সহকারে স্ত্রী স্বাতীলেখার চুল আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ‍্যায়। ব‍্যাকগ্রাউন্ডে বাজছে তাঁরই কণ্ঠে রবীন্দ্রনাথের লেখা, ‘কত দুঃখ আছে, কত অশ্রুজল, প্রেমবলে তবু থাকিয়ো অটল’। দাম্পত‍্য নিয়ে এই উপলব্ধিই উঠে এসেছিল প্রবীণ অভিনেতার কণ্ঠে।


বেলাশুরুতে সৌমিত্র স্বাতীলেখা জুটি ছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, সুজয় প্রসাদ চট্টোপাধ‍্যায়, অপরাজিতা আঢ‍্য, খরাজ মুখোপাধ্যায়, ইন্দ্রাণী দত্ত, শংকর চক্রবর্তী, মনামী ঘোষ, অনিন্দ্য চট্টোপাধ্যায়রা।

ইতিমধ‍্যেই প্রকাশ‍্যে এসেছে ছবির দুটি গান। বেলাশুরুর প্রথম গান ‘সোহাগে আদরে’ মুক্তি পেয়েছিল গত মাসে। ২৯ মার্চ অনুপম রায়ের জন্মদিনে প্রকাশ‍্যে এসেছিল ছবির প্রথম গান। আসলে তিনিই ওই গানে সুর দিয়েছেন এবং গেয়েওছেন। সঙ্গীতপ্রেমীদের মধ‍্যে জনপ্রিয় হয়ে উঠেছে গানটি।

দ্বিতীয়টি হল বীরভূমের বিয়ের লোকগান হল টাপা টিনি। গানে একসঙ্গে নাচবেন অপরাজিতা আঢ‍্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, মনামী ঘোষ ও ইন্দ্রাণী দত্ত। সঙ্গে পা মেলাতে দেখা যাবে স্বাতীলেখাকেও। টাপা টিনি গানে সুর দিয়েছেন অনিন্দ‍্য চট্টোপাধ‍্যায়। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ‍্যায় এবং খ‍্যাঁদা।

প্রসঙ্গত, ২০২০ র নভেম্বরে প্রয়াত হয়েছেন সৌমিত্র চট্টোপাধ‍্যায়। গত বছরের জুনে প্রয়াত হন স্বাতীলেখা। জুটি হিসাবে এটাই তাঁদের শেষ ছবি। আগামী ২০ শে মে মুক্তি পেতে চলেছে বেলাশুরু।

সম্পর্কিত খবর

X