বাংলাহান্ট ডেস্ক: বাবা প্রবাদপ্রতিম অভিনেতা রঞ্জিৎ মল্লিক (Ranjit Mallick)। তাঁর মেয়ে হয়ে কোয়েল মল্লিকও (Koel Mallick) যে অভিনয় দুনিয়ায় আসবেন সেটা প্রায় সকলেই ভেবে রেখেছিলেন। কিন্তু বেঁকে বসেছিলেন স্বয়ং রঞ্জিৎ মল্লিক। নিজের মেয়ের প্রতি ঠিক ভরসা করতে পারেননি তিনি। যদি ঠিক মতো না পারে? বাবার বিশ্বাস ফেরাতে পেরেছিলেন কোয়েল। প্রথম ছবি ‘নাটের গুরু’র ১৯ বছর পর শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিলেন কোয়েল।
হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘নাটের গুরু’ ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখা কোয়েলের। তখন তাঁর পরিচয় ছিল, তিনি রঞ্জিৎ মল্লিকের মেয়ে। বাবার পরিচয়ের আড়াল থেকে বেরিয়ে স্বতন্ত্র পরিচিতি গড়ে তোলার লড়াই ছিল কোয়েলের। সেই সঙ্গে ছিল নিজের সঙ্গে নিজের লড়াইও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নাটের গুরুর শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন কোয়েল। প্রথম ছবি ছাড়াও আরো অনেকগুলো কারণে এই ছবিটা তাঁর কাছে স্পেশ্যাল। সে সময়ে তিনি গ্র্যাজুয়েশন করছিলেন। কোয়েল বলেন, তাঁর বাবা মা চিন্তায় পড়েছিলেন যে মেয়ে আদৌ ক্যামেরার সামনে আসবে কিনা। কারণ তিনি বরাবরই একটু চাপা স্বভাবের, লাজুক। মেকআপ রুম থেকে বেরিয়ে সেট পর্যন্ত আসবেন কিনা সেটা ভেবেই চিন্তায় পড়েছিলেন কোয়েলের বাবা মা।
এদিকে রঞ্জিৎ মল্লিকের মেয়ের প্রথম শুটিং দেখতে সেদিন সেটে হাজির হয়ে গিয়েছিলেন ইন্ডাস্ট্রির নামী দামী পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানরা। কোয়েলের প্রথম শটের খবর শুনে এসেছিলেন কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ও। তিনি ওই স্টুডিওতেই অন্য একটি সেটে ছিলেন।
সৌমিত্র জেঠু নিজে আশীর্বাদ দিতে এসেছেন শুনে আর মেকআপ রুমে বসে থাকতে পারেননি কোয়েল। অভিনেত্রী বলেন, তিনি নিজেকে অত্যন্ত ভাগ্যবতী বলে মনে করেন, কারণ সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো একজন কিংবদন্তি অভিনেতার থেকে আশীর্বাদ নিয়ে অভিনয় জীবন শুরু করতে পারা কম সৌভাগ্যের নয়।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর