কাটলো বিপদ,অবশেষে বাড়ির পথে সৌমিত্র চট্টোপাধ্যায়।

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক দিন ধরেই অসুস্থ অবস্থায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একসপ্তাহ হাসপাতালে কাটানোর পর অবশেষে বাড়ি ফিরলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

নিউমোনিয়া ও শ্বাসকষ্ট জনিত অসুবিধার কারণে গত সপ্তাহেই বাইপাসের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সমস্যা বাড়ায় আইসিইউতে ছিলেন অভিনেতা। পরে তাঁকে সরানো হয় জেনারেল কেবিনে। খাবারও খেতে দেওয়া হয় এরপর। বর্ষীয়ান এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তিত হয়ে পড়ে শিল্পীমহল। হাসপাতালে তাঁকে দেখতে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফোন করে খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

1547880345866

বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ। সংক্রমণ ছড়িয়েছিল ফুসফুসেও। সাত সদস্যের এক মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে ছিলেন তিনি। বর্তমানে ৮৪ বছর বয়স সৌমিত্রর। বার্ধক্যজনিত নানা রোগেও কাবু তিনি। চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি।


সম্পর্কিত খবর