অন্ধকার শেষ আলোয় ফিরবে ভারত,প্রদীপ জালিয়ে ও স্বামীজির পুজো করলেন সৌমিত্র ও সুঁজাতা

 

বাংলাহান্ট-

সারা পৃথিবীর কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জের বিষয় এসে দাঁড়িয়েছে করোনা মোকাবিলা, কি করবে সেই পরিপ্রেক্ষিতে সারা বিশ্বের উন্নত দেশগুলো ইতালি, ফ্রান্স, আমেরিকার মতো দেশগুলো কার্যত হিমশিম খেতে হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে এছাড়া মৃত্যুর সংখ্যাও বাড়ছে। সেই পরিপ্রেক্ষিতে আজ নরেন্দ্র মোদী সাথে ফোনে মিটিং করেন ডোনাল্ড ট্রাম্প এবং তিনি ভারতের কাছে ওষুধের সাহায্য চান। আজ নরেন্দ্র মোদী বলেছিলেন রাত নটায় মিনিটের জন্য ঘরের আলো বন্ধ করে মোমবাতি,টর্চ,ও মোবাইলের আলো জালাতে।সেই মতো গোটা পৃথিবীর ভারতের মানুষ একসাথে পালন করলেন এবং ঘোষণা করলেন করোনা মুক্ত হওয়ার জন্য, প্রত্যেক ভারতবাসী অক্লান্ত সহযোগিতা করছে।

IMG 20200406 WA0004

মোমবাতি জালিয়েছেন নরেন্দ্র মোদি ও প্রদীপ প্রজ্জ্বলন করেন দেখা গেছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বাংলায় একাধিক বিজেপি সাংসদ থেকে শুরু করে বিভিন্ন নেতাদের দেখা গেছে প্রদীপ জ্বালাতে। দিল্লিতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ ও বিজেপি নেত্রী সুজাঁতা খাঁ।সকালে সোশ্যাল সাইটে বলেন বাংলার স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্র গোটা পৃথিবীতে পথ দেখিয়েছিল আজ জাতিকে পথ দেখাচ্ছে গোটা পৃথিবীতে নরেন্দ্র মোদি চালনা করছে এবং দেখাচ্ছে তাই আজ স্বামীজীর ছবিতে সামনে পুজো করা হয়। পুজো করেন সৌমিত্র খাঁ ও বিজেপি নেত্রী সুজাতা খাঁ।

সৌমিত্র খাঁ বলেন নরেন্দ্র মোদির যেভাবে গোটা পৃথিবীতে পথ দেখালো তা সব দেশের মানুষ কার্যত নরেন্দ্র মোদির আদর্শের দিকে তাকিয়ে আছে কিন্তু ভারতবর্ষের কিছু বিরোধী রাজনৈতিক দল তারা করোনাকে নোংরা রাজনীতি করছে। বিজেপি নেত্রী সুজাতা বলেন মানুষের কাছে যাতে কোন অসুবিধা না হয় সেই মতো আগেই সাংসদ তহবিল থেকে সৌমিত্র ৮০লক্ষ টাকা দিয়েছেন এবং এক মাসের বেতন ১লাখ টাকা তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছেন, এছাড়া যতো বাইরের শ্রমিক আছে দেশে এবং বিদেশে তাদেরকে ফিরিয়ে আনার দায়িত্ব নিচ্ছেন এবং বিষ্ণুপুরে যদি কোনো মানুষের অসুবিধে না হয় সেই ব্যাপারে তিনি নজর দিচ্ছেন, এছাড়া তিনি আরও বলেন বাংলায় যদি কোনো মানুষের অসুবিধা হয় তাহলে সরাসরি সাংসদকে ও সুঁজাতাকে যোগাযোগ করলে বা আমাদেরকে জানালে আমরা সাহায্য হাত বাড়িয়ে দেবো। আজ দিল্লিতে সৌমিত্র খাঁ ও সুঁজাতা খাঁ প্রদীপ জ্বালানোর সাথে সাথে নরেন্দ্র মোদির আদর্শ এবং তাকে আবারও মনে করিয়ে দিলেন সারা পৃথিবীর মানুষের কাছে বলে দাবী করেছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর