বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ আজ লোকসভার সদনে অবৈধ খননকে কেন্দ্র করে বড়ো প্রশ্ন তুলেছেন। সৌমিত্র খাঁ স্পিকারের মহাশয়ের অনুমতি নিয়ে সদনে কাছে বড়ো প্রশ্ন তুলেছেন। সৌমিত্র খাঁ বলেছেন, তার লোকসভা কেন্দ্র এবং পারিপার্শ্বিক এলাকায় যেভাবে অবৈধ খনন হচ্ছে তা আটকানোর জন্য কি ব্যাবস্থা নেওয়া হয়েছে। সৌমিত্র খাঁ বলেন, “আমার এলাকায় বেশ কিছু কোলিয়ারী রয়েছে। একই সাথে রানীগঞ্জ, আসানসোল এরিয়াতেও কোলিয়ারী রয়েছে। সেখানে প্রচুর পরিমানে অবৈধ কোল খনি গড়ে উঠেছে। সেগুলি আটকানোর জন্য কি কোনো ব্যাবস্থা রয়েছে?”
সৌমিত্র খাঁ বলেন, ওই অবৈধ খনিগুলি থেকে হাজার হাজার কোটি টাকার সম্পদ চুরি হচ্ছে। এই চুরি আটকানোর জন্য সরকার কি পরিকল্পনা করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন সৌমিত্র খাঁ। শুধু এই নয়, এক সাংসদ এই অবৈধ খননের সাথে যুক্ত বলেও অভিযোগ তোলেন সৌমিত্র খাঁ। ভারত দেশের সম্পদকে এইভাবে লুটপাটের হাত থেকে বাঁচানোর জন্য সরকারের কাছে অনুরোধ করেন সাংসদ সৌমিত্র খাঁ।
সৌমিত্র খাঁ বলেন, অবৈধ কয়লা খননের সাথে যে সাংসদ জড়িত রয়েছে আমি তার নাম নিতে চাই না। কিন্তু সরকারের উচিত এর উপর উচিত ব্যবস্থা নেওয়া। কারণ ওই সাংসদের হাত ধরেই প্রতিদিন ১০০০ ট্রাক কয়লা লুট হচ্ছে। অবৈধ খনি থেকে লুটের বিষয়ে জবাব দিয়ে মন্ত্রী বলেন যে এই সমস্ত দেখার দায়িত্ব রাজ্য সরকারের অন্তর্ভুক্ত থাকে। তবে উত্তর যাইহোক সৌমিত্র খাঁ এর প্রশ্নকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এক চাঞ্চল্যকর প্রশ্ন তৈরি হয়েছে। কোনো সাংসদ অবৈধ খননের সাথে যুক্ত, কেনই বা অবৈধ লুট আটকানো হচ্ছে না তার উপর বড়ো প্রশ্নঃ খাঁড়া হয়েছে।