সমস্যা মিটবে সবার, এবার বিষ্ণুপুরেই তৈরি হবে AIIMS! লোকসভায় জানালেন সাংসদ সৌমিত্র খাঁ

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা ভোটের আগেই বিজেপি সাংসদ সৌমিত্র খানের বক্তব্যে উঠে এল বিষ্ণুপুরে এইমস হাসপাতাল তৈরির প্রসঙ্গ। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান আজ বলেন, বিষ্ণুপুরে কেন্দ্রীয় সরকারের আড়াই হাজার একর জমি আছে। এখানে যদি একটি এইমস হাসপাতাল তৈরি করা যায় তাহলে সাধারণ মানুষের খুবই উপকার হয়।

পাশাপাশি তার আরোও সংযোজন, এখানে ১০০ কিলোমিটারের মধ্যে কেন্দ্রীয় হাসপাতাল নেই। কেন্দ্রীয় সরকারের তরফে অনেক কিছুই পেয়েছি। বিষ্ণুপুর-জয়রামবাটি রেললাইন থেকে মসাগ্রাম, সবকিছুই পেয়েছি। শুধু চাইছি বিষ্ণুপুরে একটি এইমস তৈরি হোক। মানুষের সুবিধার্থে এটি আমি আশা করছি। বিজেপি সাংসদ সৌমিত্র খান তাঁর এই বক্তব্যের ক্লিপ নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন।

আরোও পড়ুন : পিছিয়ে পড়ছে গীতা LLB! লড়াই জমছে Zee Bangla’ই ফুলকি-জগদ্ধাত্রীর, দেখুন TRP রেটিং চার্ট

এই ভিডিও শেয়ার করে সৌমিত্র খান লিখেছেন, বিষ্ণুপুরে কেন্দ্রীয় সরকারের একটি হাসপাতাল (AIIMS) হবেই। এটা আমার পরবর্তী পাঁচ বছরের টার্গেট। বিষ্ণুপুর লোকসভার মানুষের দুঃখ দুর্দশার কথা আমি পার্লামেন্টে সবসময়ই তুলে ধরি। আমি আশাবাদী এই কাজটিও আমাদের আদরনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর আশীর্বাদে বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য করতে পারব।

বহু মানুষ সৌমিত্র খানের এই পোস্টের প্রেক্ষিতে নিজেদের মন্তব্য জানিয়েছেন। অনেকেই সৌমিত্র খানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই বলেছেন রাজ্যে আরো একটি এইমস হলে বহু মানুষ উপকৃত হবেন। এবার কেন্দ্রীয় সরকার বিজেপি নেতার এই আবেদনে সারা দেয় কিনা সেটাই দেখার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর