বিষ্ণুপুরে মোদীর সভায় যাওয়ার ‘শাস্তি’! মহিলাদের উপর হামলার অভিযোগ TMC’র বিরুদ্ধে, ফুঁসে উঠলেন সৌমিত্র

বাংলাহান্ট ডেস্ক : লোকসভা ভোটের আবহে উত্তপ্ত হয়ে উঠছে বঙ্গের পরিস্থিতি। ঘাসফুল আর পদ্মফুলের সংঘাত যেন কিছুতেই থামছে না। ফের একবার তোলপাড় শুরু হল বিষ্ণুপুরে‌ (Bishnupur)। আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (Narendra Modi) জনসভা করেন বিষ্ণুপুর লোকসভার নিকুঞ্জপুরে। সেই জনসভায় উপস্থিত হওয়ার ‘শাস্তি’ হিসেবে হামলার শিকার হতে হল বিজেপির মহিলার সমর্থকদের।

এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বিষ্ণুপুর লোকসভার নিকুঞ্জপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন আজ। বিজেপির দাবি এই সভায় লক্ষাধিক মানুষের সমাগম হওয়ায় সন্ত্রস্ত হয়ে পড়েছে তৃণমূল। সেই আক্রোশ থেকে  তৃণমূল হামলা করেছে বিজেপির মহিলা কর্মী-সমর্থকদের উপর।

আরোও পড়ুন : “মন্দির শহর বিষ্ণুপুরকে প্রণাম”, প্রথমবার এসেই মন জিতলেন মোদী, মা সারদার ছবি সহ শঙ্খ উপহার সৌমিত্রর

বিজেপির অভিযোগ মোদীর সভায় উপস্থিত থাকার জন্যই তৃণমূলের হামলা শিকার হতে হয়েছে বিজেপির মহিলা কর্মী-সমর্থকদের। লায়েকবান্ধ পঞ্চায়েত অঞ্চলের তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে বিজেপি। পাশাপাশি এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ বিস্ফোরক মন্তব্য করেছেন।

আরোও পড়ুন : বাংলার বুকেই আছে এক টুকরো মেঘালয়! বাঁকুড়ার পাহাড়ের কোলের এই পার্ক এখন ড্রিম ডেস্টিনেশন

তিনি বলেছেন, “চুয়া মসিনা গ্রামে নরেন্দ্র মোদীর সভায় লক্ষাধিক মানুষের ভিড় হওয়ায় বিজেপির মহিলা কর্মীদের উপর হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী। তৃণমূলের ব্লক সভাপতি নিজে অশান্তি করছে। আমি ফোন করেছিলাম আইসিকে। কিন্তু আইসি ফোন ধরেননি। তৃণমূলের কুকুরের মতো কাজ করছে পুলিশ।”

Screenshot 2024 05 19 23 48 03 86 6012fa4d4ddec268fc5c7112cbb265e7

একইসাথে তিনি উল্লেখ করেন মহিলাদের পরনেও বস্ত্রও ধরেও টানাটানি করা হয়েছে। তার কথায়, একেবারে নির্লজ্জ প্রশাসন। অভিযুক্তদের গ্রেফতারের দাবিও তুলেছেন তিনি। পাশাপাশি এই বিজেপি নেতার কথায় আজ যদি এই ধরনের ঝামেলা আরো হয়, তাহলে অবিলম্বে সেন্ট্রাল ফোর্স নামাতে হবে। এরপরেই সৌমিত্র খাঁ তার অনুরাগীদের নিয়ে রাস্তায় ধর্নায় বসেন এবং শাসক দলের গদি ছাড়ার জন্য স্লোগান তোলেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর