‘হরিদাস ভাইপোকে জুতো মারতে পারি, কিন্তু তৃণমূল পার্টি করতে নয়!’ ফের বিস্ফোরক সৌমিত্র খাঁ

বাংলাহান্ট ডেস্ক : আরও একবার বিস্ফোরণ ঘটালেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে রাজনীতি তো তিনি করবেনই না উল্টে দরকার পরলে তাঁকে জুতো মারবেন তিনি।

জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাহাদুরগঞ্জে দলের একটি পথসভায় যোগ দেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সেখান থেকেই অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। প্রকাশ্যে সৌমিত্র খাঁর এমন বক্তব্যে বাঁকুড়া জুড়েই শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। তৃণমূল শিবির সৌমিত্রর বক্তব্যের কড়া সমালোচনা করে জানিয়েছে, সৌমিত্র খাঁ আবার তৃণমূলে ঢোকার জন্যই এসব করছে, তৃণমূল নেতাদের নজর টানতেই এই ধরনের বাজে কথা বলছেন।

কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অর্জুন সিংয়ের পরে এবার নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। গতকাল মোদী সরকারের আট বছর পূর্তি উপলক্ষে লকেট চট্টোপাধ্যায় ও রাহুল সিনহাকে সঙ্গে নিয়ে বিষ্ণুপুরের বিজেপি কার্যালয় থেকে বাহাদুরগঞ্জ পর্যন্ত একটি পদযাত্রা করেন সাংসদ সৌমিত্র খাঁ। সেই পদযাত্রার শেষে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়েই ওই বিস্ফোরক মন্তব্য করেন।

তবে এই সব জল্পনাকে পাত্তা না দিয়ে সৌমিত্র খাঁ বলেন, ‘কোনওদিনও ভাববেন না সৌমিত্র খাঁ অন্য কোনও দলে যাবে। প্রয়োজনে মৃত্যুবরণ করব। কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাইপোর কাছে কোনও দিন মাথা নামাব না। ভাইপোকে জুতো মারতেও রাজি আছি কিন্তু তার অধীনে রাজনীতি করতে নয়।’

soumitra khan 7

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও সৌমিত্র আবার বলেন, ‘হরিদাস ভাইপো বাংলাকে যেভাবে অশান্ত করছেন ও ২ তারিখের পর ডায়মন্ড হারবারে যেভাবে হিন্দুদের জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিলেন, সেই হিসাবে বলছি, হরিদাস ভাইপোকে জুতো মারতে রাজি, কিন্তু তার অধীনে দল করতে নয়।’ সৌমিত্র খাঁর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল শিবির।


Sudipto

সম্পর্কিত খবর