বিষ্ণুপুর AIMS পর হাওড়া-চক্রধরপুর ট্রেন,সাধারণ মানুষের জন্য লোকসভায় দাবি সৌমিত্র খাঁয়ের

বাংলা হান্ট ডেস্ক : ফের একবার হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসের (Howrah Chakradharpur Express) বিষ্ণুপুর (Bishnupur) স্টপেজের জন্য লোকসভয় সরব হলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। এদিন তিনি রেলমন্ত্রী পীযুষ গোয়েলের কাছে রীতিমতো হাত জোড় করে অনুরোধ জানা তাঁর এই আবেদনকে মঞ্জুর করার জন্য।

এদিন সাংসদ সৌমিত্র খাঁ বলেন,’বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য আমার রেলমন্ত্রী কাছে বার বার হাতজোড় করে অনুরোধ করতেও দ্বিধাবোধ হয় না। রেলমন্ত্রীর কাছে আমার লোকসভার তিনটি প্রকল্পের দাবি রয়েছে।
১.ময়নাপুর থেকে কামারপুকুর পর্যন্ত নতুন রেললাইনের জন্য ১০১ কোটি টাকা বরাদ্দ হয়েছে।
২. মশাগ্রাম রেলপথের কাজ শুরু হয়েছে।
৩. হাওড়া-চক্রধরপুর ট্রেন এর স্টপেজ বিষ্ণুপুরে দেওয়া জন্য।

প্রথম দুটি প্রজেক্ট এর কাজ শুরু হয়ে গেছে। আজও বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে রেলমন্ত্রীর কাছে হাতজোড় করে অনুরোধ করলাম যত তাড়াতাড়ি সম্ভব হাওড়া-চক্রধরপুর ট্রেন এর স্টপেজ বিষ্ণুপুরে দেওয়ার জন্য।’

এর আগে, লোকসভার শীতকালীন অধিবেশনে অনবদ্য বক্তব্য রাখেন বিষ্ণুপুরের (Bishnupur) বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (BJP MP Soumitra Khan)। সৌমিত্রবাবু তাঁর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের কথা ভেবে একগুচ্ছ প্রস্তাব রাখেন নিম্নকক্ষের সদস্যদের সামনে। তাঁর ভাষণে প্রাধান্য পায় আম জনতার স্বাস্থ্য, পরিকাঠামোগত উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির কথা।

soumitra 2

সাংসদ সৌমিত্র খাঁ লোকসভায় তাঁর বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেন নিজের ফেসবুক একাউন্ট থেকে। সেখানে তিনি লেখেন, ‘আজ পার্লামেন্টে বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য একগুচ্ছ আবেদন রাখলাম। সর্বোপরি স্বাস্থ্য পরিষেবার জন্য বিষ্ণুপুর এআইএমএস হসপিটাল এবং আমিই প্রথম আসানসোলে মেট্রো রেল জন্য আবেদন রাখলাম। এছাড়া মন্ত্রককে যে সমস্ত সড়ক যোজনাতে কাজ চলছে ও শুরু হচ্ছে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত কাজ তাঁদের ক্ষতিয়ে দেখতে ও ইউ সি যেন তাড়াতাড়ি জমা দেওয়া হয় তাঁর জন্য স্পিকার মোহদয়ের কাছে অনুরোধ রাখলাম।’

এর পাশাপাশি সৌমিত্র খাঁ-এর ভাষনে উঠে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ও রাষ্ট্রের অর্থমন্ত্রী নির্মলা সিতারামনের কথাও। তিনি এদিন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদি জি-এর নেতৃত্বে এবং নির্মলা সিতারামন জি-এর কঠোর পরিশ্রমে আমরা বুলেট ট্রেনের গতিতে পাঁচ ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। আজ আমাদের দেশ শুধু আত্মনির্ভর ভারত নয়, আজ আমরাও শক্তিশালী। আমরা শক্তিশালী এবং বিশ্বগুরু ভারত।’

Sudipto

সম্পর্কিত খবর