নজরকাড়া থিম, বিপুল জনসমর্থন! বিজেপির সৌমিত্রর পুজোতে ফিতে কাটলেন লকেট

বাংলাহান্ট ডেস্ক : মহা সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ারে ভেসেছে শহর কলকাতা। রাজ্য এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছেন ঠাকুর দেখতে। শহর পেরিয়ে রাজ্যের একাধিক জায়গার বিভিন্ন পুজোও ইতিমধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এগুলির মধ্যে অন্যতম সৌমিত্র খাঁ’র পুজো।

বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁ’র গঙ্গাজল ঘাটির মিতালী সংঘের পুজো এবার অনেকের কাছেই বেশ আগ্রহের। এবছর মিতালী সংঘের পুজোর থিম বৃদ্ধাশ্রম। হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় উদ্বোধন করেন এই পুজোর।

আরোও পড়ুন : দশমীতেই বঙ্গে দুর্যোগের আশঙ্কা, আতঙ্ক বাড়াবে নিম্নচাপ! নবমীতে কোথায় কোথায় বৃষ্টি হবে? দেখুন

তাঁর সাথে ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, হুগলীর সাংসদ  লকেট চট্টোপাধ্যায়, অমরনাথ শাখা, শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরি সহ অন্যান্যরা। সৌমিত্র খাঁর অনুগামীরাও সেখানে হাজির হয়েছিলেন।

screenshot 2023 10 21 18 57 57 74 a23b203fd3aafc6dcb84e438dda678b6

উদ্বোধনের পর লকেট চট্টোপাধ্যায় গোটা পুজো মণ্ডপ ঘুরে দেখেন। পুজো উদ্যোক্তাদের এহেন উদ্যোগে রীতিমতো খুশি তিনি। এই পুজো মন্ডপের থিম দর্শনার্থীদেরও মন জয় করেছে। যেখানে আজকের সময়ে দাঁড়িয়ে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে সেখানে এমন উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর