৬ বছর ধরে স্কুলে না গিয়েও মোটা টাকা বেতন পাচ্ছেন সুজাতা মণ্ডল! প্রমাণ সহ বড় ‘পর্দাফাঁস’ সাংসদ সৌমিত্র খাঁ-র

Published On:

বাংলা হান্ট ডেস্ক: কেবল ভোটের সময় নয়, গোটা বছর ধরে নিজের কেন্দ্রে যিনি উন্নয়নের ঝড় তোলেন তিঁনি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ (BJP MP) সৌমিত্র খাঁ (Soumitra Khan)। যে কোনো ইস্যুতেই সর্বদা দলের হয়ে সরব হতে দেখা যায় সৌমিত্রকে। সংসদেও বিরোধীদের তোপ দাগ দাগতে বিন্দুমাত্র পিছ পা হন না গেরুয়া সাংসদ। তেমনই নানা সময়ে তাঁর দিকেও ফিরে আসে পাল্টা আক্রমণ। সম্প্রতি সৌমিত্র খাঁকে তীব্র আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী ‘হেরো’ সুজাতা মণ্ডল (Sujata Mondal)। এবার পাল্টা আসরে নামলেন সৌমিত্র। করলেন বড়সড় দুর্নীতির ‘পর্দাফাঁস’!

সুজাতাকে নিয়ে বিস্ফোরণ ঘটালেন সৌমিত্র খাঁ | Soumitra Khan

৬ বছর ধরে স্কুলে না গিয়েও বেতন পাচ্ছেন তৃণমূলের সুজাতা মণ্ডল! এমনই বিস্ফোরক অভিযোগ সৌমিত্র খাঁ-র। এদিন সমাজমাধ্যমে লাইভে এসে চাঞ্চল্যকর অভিযোগ করেন গেরুয়া সাংসদ। প্রাক্তন স্ত্রী সুজাতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি সবসময়েই ব্যক্তিগতভাবে উল্টোপাল্টা কথা বলেন। সেই নিয়ে আইনি নোটিস আমার যাচ্ছে। দ্বিতীয়ত, আমার কাছে একটা ফাইল আছে যে ফাইলে ছয় বছর ধরে উঁনি শ্যামবাজারে একটি স্কুলের টিচার। কিন্তু এক দিনের জন্যও ওই স্কুলে উঁনি শিক্ষকতা করতে যাননি।’

আরও পড়ুন: পুরীর ‘উদ্বৃত্ত’ কাঠেই দিঘার জগন্নাথ বিগ্রহ? সেবায়েতদের নিয়েও তদন্তের নির্দেশ, বড় পদক্ষেপের পথে ওড়িশা সরকার!

বিস্ফোরক অভিযোগ তুলে সৌমিত্র বলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমার বার্তা, ছয় বছর ধরে উঁনি শ্যামবাজারে এভি স্কুলে যাননি। ওখানে না গিয়ে প্রতি মাসে বেতন পাচ্ছেন ছয় বছর ধরে। সব থেকে লজ্জার বিষয় হল যেদিন নমিনেশন দিয়েছেন সেদিনের বেতনও উঁনি পেয়েছেন। আমার কাছে সমস্ত ফাইল আছে।’

‘লোকসভা নির্বাচনের সময় স্কুলে না গিয়েও উঁনি যে প্রচার করেছেন সেই সময়ের বেতনও উঁনি তুলেছেন। শিক্ষাসচিবকে বলব, দুর্নীতিতো গোটাটাই করছেন, কিন্তু একজন শিক্ষক ছয় বছর বিদ্যালয়ে না গিয়ে শুধুমাত্র কিভাবে বেতন পাচ্ছেন? বিষয়টা পরিষ্কার করে শিক্ষাসচিব ও শিক্ষামন্ত্রীকে বলতে হবে। দুর্নীতিগ্রস্ত শিক্ষামন্ত্রী, দুর্নীতিগ্রস্ত শিক্ষা দফতর।’ বলেন সৌমিত্র। এই নিয়ে লিখিতভাবে হাইকোর্টে কেস করারও হুঁশিয়ারি দিয়েছেন তিঁনি।

ভিডিও দেখুন: https://www.facebook.com/share/v/1FVoXgDqin/?mibextid=wwXIfr

এখানেই শেষ নয়, সৌমিত্র খাঁ আরও বলেন, ‘সুজাতা মণ্ডল অনেক বড় বড় কথায় বলছেন। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। উঁনি মৎস দফতরে জেলা পরিষদে ৭০% কাটমানি নিচ্ছেন। যাঁরা তৃণমূল নেতা আছেন তাঁরাই বলছেন একথা।’ এক বছরে তিনবার সুজাতার বিদেশযাত্রা নিয়েও প্রশ্ন তোলেন সৌমিত্র। এই টাকার উৎস কি সেই নিয়ে সরব বিজেপি নেতা। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে চিঠি দেবেন বলে জানিয়েছেন সৌমিত্র।

soumitra sujata

কড়া আক্রমণ করে বিজেপি সাংসদ বলেন, ‘ও কথা ভণ্ডবাজ, দুশ্চরিত্র নারী, ছয় বছর ধরে টাকা তুলছেন। আমি অনেক চুপ ছিলাম। তাঁর বাবা ও তিঁনি নিজের গ্রামে পর্যন্ত চাকরি দেওয়ার নাম করে টাকা তুলছেন।’ এই সমস্ত বিষয়ে তদন্ত করার দাবি তুলেছেন সৌমিত্র খাঁ। এবার সুজাতা এই সব প্রশ্নের উত্তর দিতে পারে কি না সেটাই দেখার।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X