বাংলা হান্ট ডেস্ক : প্রকাশ্য জনসভায়যেন পাল্টা দেওয়ার প্রতিযোগিতা চলছে। এক দিকে দিলীপ ঘোষকে পাল্টা দিতে মরিয়া তৃণমূল নেতৃত্বরা অন্যদিকে এবার তৃণমূল নেতাকে পাল্টা দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। প্রকাশ্য জনসভায় মঞ্চে দাঁড়িয়ে এই রাজ্যে জয় শ্রীরাম বলা যাবে না, জয় শ্রীরাম দিতে হলে যেতে হবে গুজরাতে পূর্ব বর্ধমান জেলার দাপুটে নেতা দেবু টুডুর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা দিতে মোদির পরেই প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে শ্রোতাদের উদ্দেশে দেবু টুডুর ফোন নম্বর দিয়ে তাঁকে ফোন করে প্রতি দিন জয় শ্রী রাম বলার পরামর্শ দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
যদিও শ্রোতাদের দিতেই বলে ক্ষান্ত থাকেননি তিনি নিজেও প্রতিদিন তাঁকে জয় শ্রী রাম বলবেন বলে জানান বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র। গত বুধবার পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভা কেন্দ্রে একটি সভায় প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বিজেপিকে তোপ দেগে একাধিক মন্তব্য করেছিলেন দেবু টুডু।
এর পর জয় শ্রী রাম প্রসঙ্গে বলতে গিয়ে কেউ জয় শ্রীরাম বলে এখানে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে একই সঙ্গে যাঁরা জয় শ্রীরাম বলতে ইচ্ছুক তারা যেন গুজরাতে চলে যান জানিয়েছিলেন দেবু টুডু। তাই কয়েক দিনের ব্যবধানে দেবু টুডুকে পাল্টা দিতে এ বার দেবু টুডুকে ফোন করেই জয় শ্রীরাম বলার নির্দেশ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।
সৌমিত্র খানের এই বক্তব্যের পর বিজেপি থেকে মানুষ দূরে চলে গিয়েছে তাই হতাশা থেকে বিজেপি এই ধরনের কাজ করেছে বলে মন্তব্য করেন দেবু টুডু। উল্লেখ্য, কয়েক দিন আগে ফেসবুক পেজে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আই বাইর হিসেব খতিয়ান তুলে ধরে বিতর্কের মুখে পড়েছিলেন সৌমিত্র খাঁ। এবার আবারও নতুন বিতর্কের সূচনা করলেন তিনি।