স্বাধীনতা দিবসের দিনে বিজেপি কর্মীর খুন নিয়ে মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) প্রতি আক্রোশ প্রকাশ করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)। সাংবাদিকদের সামনে বক্তব্য প্রকাশ করতে গিয়ে সৌমিত্র খাঁ বলেন পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে হয়ে গেল? স্বাধীনতা দিবসের দিন এমন ঘটনা কিভাবে হতে পারে।
জানিয়ে দি, হুগলীর আরামবাগ মহাকুমার খানাকুলে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের সময় দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারাতে হয় এক বিজেপির কর্মীকে। মৃত বিজেপি কর্মী সুদর্শন প্রামাণিক কে তৃণমূলের গুণ্ডারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ করে বিজেপি।
প্রাপ্ত খবর অনুযায়ী, আহত কর্মীকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। এই ঘটনার জেরে গোটা এলাকায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপির নেতা, কর্মীরা গোটা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেছেন।
শনিবার স্বাধীনতা দিবসের দিন সকাল ৯ টা নাগাদ দৌলতচকে বিজেপি আর তৃণমূল দুই দলই পতাকা উত্তোলন করছিল। সেখানেই আচমকা তাঁদের মধ্যে শুরু হয় বচসা। সেই বচসা হাতাহাতিতে পরিণত হয়। এরপর এলাকায় বোমা বাজিও শুরু হয়ে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এই সংঘর্ষের মধ্যে বিজেপির কর্মী সুদর্শন প্রামাণিক মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎই ওনাকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় বিজেপির কর্মীরা। কিন্তু সেখানে নিয়ে গিয়েও কোন লাগ হয় না। সুরদর্শনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
এই প্রসঙ্গে বলতে গিয়ে সৌমিত্র খাঁ বলেন, একটা তরতাজা প্রাণ চলে গেল। স্বাধীনতা দিবসের দিন এমন ঘটনা কিভাবে ঘটতে পারে? মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন বলেও মন্তব্য করেন সৌমিত্র খাঁ।