সাংসদকে নিগ্রহ! ভিডিও পোস্ট করে সোনামুখীর IC-র বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন সৌমিত্র

বাংলা হান্ট ডেস্ক : গতকালই বিতর্কিত মন্তব্য করছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। বেফাঁস মন্তব্য করে বিপাকে পরেছিলেন তিনি। সরাসরি পুলিসকে তুই-তোকারি করে সম্বোধন করছিলেন বিষ্ণুপুরের সাংসদ। প্রকাশ্যেই মাইক নিয়ে সোনামুখী থানার আইসি-কে ধমকি দেন সৌমিত্র। তিনি বলেন, ‘আই সি শুনে রাখ, তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। তোরা ঘরের মা বোনেদের বিক্রি করিস বলে এখানের মা বোনেদের টাকা চুরি করবি?’

এরপরই শুরু হয় বিতর্ক। পুলিস আধিকারিককে তুই-তোকারি করায় বিভিন্ন মহল থেকে ওঠে সমালোচনার ঝড়। এরপরই পাল্টা জবাব দেন সৌমিত্র। টুইট করে তিনি লেখেন, ‘আপনারা নিজে চোখে দেখুন সোনামুখী থানার আইসি একজন জনগণের ভোট দ্বারা নির্বাচিত সাংসদ সঙ্গে কিভাবে ধ্বস্তাধ্বস্তি করছে। হায়! রে গনতন্ত্র। বাংলার মানুষ আওয়াজ তুলুন, একসঙ্গে বলুন যে চরম দুর্নীতির মাথা দুটোকে কবে ধরবে? বাংলার মানুষ নিষ্কৃতি চায় এই অপশাসন থেকে!’

পুলিসের পদস্থ আধিকারিককে প্রকাশ্যে তুই তোকারি করে তাঁর পরিবার তুলে ধমকি দিয়ে বিতর্কে জড়িয়ে পরলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ বাঁকুড়ার সোনামুখী থানার মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে হাজির হয়ে প্রকাশ্যে মাইক হাতে সোনামুখী থানার আইসি কে হুমকি দিতে শোনা যায় বিজেপি সাংসদকে।

সৌমিত্র খাঁ বলেন, ‘আইসি অনেকদিন ধরে দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার। তোরা এই গ্রাম বাংলার মা বোনেদের হুমকি দিবি। তোর ঘরে মা বোন নেই আইসি? তোরা নিজেদের ঘরের মা বোনেদের বিক্রি করিস বলে এখানের মা বোনেদের টাকা চুরি করবি?’

এখানেই শেষ নয়। পুলিস আধিকারিকের নামে এই ধরনের অশালীন মন্তব্য করার পাশাপাশি এদিন সৌমিত্র খাঁ প্রকাশ্যেই রীতিমতো হুমকির সুরে বলেন, ‘আইসি-কে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব। তারপর তাঁর কী ব্যবস্থা করা যায় তা দেখব।” সাংসদ সৌমিত্র খাঁর এই বক্তব্য ভাইরাল হতেই সমালোচনায় সরব হয়েছে সব মহলই। তৃণমূলের দাবি, সাংসদের এই বক্তব্যর পরিপ্রেক্ষিতে প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা নেবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর