সারদার কোটি কোটি টাকার সম্পত্তি রাজীব পৌঁছে তা দিয়েছিলেন অভিষেকের কাছে, বললেন সৌমিত্র খাঁ

দীর্ঘ কয়েক বছর পরে আবারও সারদা কেলেঙ্কারি নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্যেই৷ কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের উপর থেকেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে গ্রেফতারে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর সারদা মামলা যেন মাথা ছাড়া দিয়ে দাঁড়িয়েছে৷ কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল রাজীব কুমারের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন বেশির ভাগ রাজনৈতিক নেতৃত্বরা৷ এ বার রাজীব কুমার প্রসঙ্গে মুখ খুললেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে কটাক্ষ করে রাজীব কুমার নাকি মুখ্যমন্ত্রীর চুরি আটকানোর জন্য চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন বলেও দাবি করেন তিনি৷

শনিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের একটি দলীয় সভায় যোগ দিতে গিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খান বারবার সারদা মামলায় তৃণমূলকে তোপ দেগেছেন৷ রাজীব প্রসঙ্গে সাংবাদিকদের সামনেই এ দিন সৌমিত্র খাঁ বলেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি আটকানোর জন্য চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন রাজীব কুমার তিনি আমাদের বিরুদ্ধে কেস দিয়েছিলেন আমরা সামনা সঙ্গে লড়াই করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার যে চুরি করেছে সেই চুরিকে লুকানোর জন্য চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন আইপিএস অফিসার রাজীব কুমার, এটা লজ্জার বিষয় ৷

তবে এখানেই থেমে থাকেননি, সারদার মামলার টাকা এক প্রকার পরিকল্পনা করেই রাজীব কুমার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে দিয়েছিল বলেও দাবি করেছেন সৌমিত্র খাঁ৷ যদিও এই প্রথমবার নয় এর আগে রাজীব কুমারের গ্রেফতারির দাবি জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷


সম্পর্কিত খবর