‘পশ্চিমবঙ্গের আলিবাবা এবার ৪০ চোর নিয়ে বাঁকুড়ায় আসছেন’, অভিষেককে কটাক্ষ সৌমিত্র খাঁ’র

বাংলা হান্ট ডেস্ক : ফের তৃণমূলকে (TMC) কটাক্ষ সৌমিত্র খাঁর (Saumitra Khan)। নাম না করেই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তোপ দাগলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। চলতি মাসের ১২ তারিখে বুধবার বাঁকুড়ার (Bankura) ওন্দাতে সভা রয়েছে অভিষেকে বন্দ্যোপাধ্যায়ের। সেই সভা নিয়ে এবার নিশানা করে তাঁকে ‘আলিবাবা’-র সঙ্গে তুলনা করেলেন সৌমিত্র।

তৃণমূলের দলীয় সূত্রে খবর, আগামী বুধবার ওন্দায় দলীয় এক সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভায় বক্তব্য রাখবেন তিনি। তাঁর আগেই বিজেপি সাংসদের এই তীর্যক মন্তব্যকে ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে।

Untitled design 2022 06 13T141106.644

গতকাল সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র বলেন, ‘বুধবার পশ্চিমবাংলার আলিবাবা তাঁর ৪০ চোরকে নিয়ে ওন্দাতে আসছেন। তিনি যেখানেই যাচ্ছেন, আইএএস ও আইপিএস আধিকারিকদের সঙ্গে নিয়ে চুরি করার পরিকল্পনা করছেন। এখানকার গরিব মানুষদের ৩০০ টাকার বালি ৩ হাজার টাকায় কিনতে হচ্ছে, বাংলা জুড়ে চাকরি প্রতারণা হয়েছে, কুন্তল-শান্তনুর সঙ্গে কী সম্পর্ক, সেই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে হবে।’

সৌমিত্র এদিন আরও এক বিস্ফোরক অভিযোগ করেন। বিজেপি নেতা বলেন, ‘আসানসোলে মন্ত্রীকে দিয়ে বেনামে জমি কেনা হচ্ছে। আসানসোল ও শক্তিগড়ে খুন হলেও তার কোনও কিনারা হয়নি। রাজ্য সরকারের আইপিএসরা কি এই ঘটনার সঙ্গে যুক্ত, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক মহলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই জবাব দিতে হবে।’ বাঁকুড়া জেলা থেকে অনেকের চাকরি গিয়েছে, সেই নিয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ করেছেন সৌমিত্র।

এদিন বাঁকুড়ার মানুষকে সাবধান করে দিয়েছেন সৌমিত্র। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেস আদিবাসীদের পছন্দ করে না বলেও অভিযোগ করেছেন তিনি। অভিষেকের সভার পালটা সভার কথাও জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তিনি বলেন, ‘আগামী ১৭ এপ্রিল ওন্দাতে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করবেন। ১ লক্ষ মানুষকে নিয়ে মিছিল করা হবে। আমরা দেখিয়ে দেব যে বাঁকুড়া জেলাতে তৃণমূল কংগ্রেসের কোনও জায়গা নেই।’


Sudipto

সম্পর্কিত খবর