বাংলা হান্ট ডেস্ক : শিশুকন্যা খুনে রণক্ষেত্র চেহারা নিচ্ছে তিলজলা। এই ঘটনায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। কলকাতায় রাষ্ট্রপতির উপস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের দাবি জানালেন বিজেপি সাংসদ।
রাষ্ট্রপতির সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠান তিনি। সেখানে সৌমিত্র খাঁ দাবি করেন, ‘দিনের পর দিন জ্বলছে বাংলা’। কলকাতায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি। বাংলার মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ তৃণমূল সরকার, অভিযোগ সৌমিত্র খাঁয়ের।
কী ঘটেছিল ঘটনা? তিলজলা (Tinjola) রোডে ৭ বছরের নাবালিকাকে অপহরণ (Kidnap) করে খুনের অভিযোগ প্রকাশ্যে আসে। সকাল ৮টা থেকে নিখোঁজ ছিল, থানায় অভিযোগ দায়ের করে পরিবার। নাবালিকাকে পাশের বাড়িতে ঢুকতে দেখা গেছে সিসিটিভিতে (CCTV)।
তল্লাশির পরেও নাবালিকার খোঁজ পায়নি পুলিস। পরে পাশের বিল্ডিংয়ের ১টি তালাবন্ধ ফ্ল্যাটে স্যুটকেসের ভিতরে গলা কাটা অবস্থায় উদ্ধার, স্থানীয় সূত্রে খবর। পুলিসের গাফিলতির অভিযোগে তিলজলা থানার বাইরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের।
অভিযুক্তকে জেরা করে পুলিস জানতে পারে, মূল অভিযুক্ত অলোক কুমার সাউ বিহারের বাসিন্দা। অভিযুক্ত নিঃসন্তান ছিল, তাঁর স্ত্রীকে তিনবার গর্ভপাত করতে হয়েছিল। সূত্রের খবর, জেরায় ওই অভিযুক্ত পুলিসকে জানায়, বিহারের এক তান্ত্রিক সন্তান লাভের জন্য রামনবমীর আগে নরবলি দিতে বলে, সেই মতো অলোক ওই নাবালিকাকে খুন করেছে বলে জানিয়েছে পুলিস। এ ঘটনায় সোমবারও উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা এলাকা। সোমবার দুপুরে বন্ডেল গেট এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা।