অসাধারন প্রত‍্যাবর্তন ঐন্দ্রিলার, নিন্দুকদের মুখে ঝামা ঘষে সেরা অভিনেতা-অভিনেত্রী সৌমিতৃষা-আদৃত

বাংলাহান্ট ডেস্ক: একাধিক চ‍্যানেলে সিরিয়ালের যেমন অন্ত নেই। তেমনি অভিনেতা অভিনেত্রীদের প্রতিভার যোগ‍্য সম্মান দিতে অ্যাওয়ার্ড শোয়েরও ছড়াছড়ি। যেমন বৃহস্পতিবার অনুষ্ঠিত হল জনপ্রিয় ‘টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (Tele Academy Award)। বিভিন্ন চ‍্যানেলের বহু সিরিয়ালের মধ‍্যে থেকে সেরার তকমাধারী নির্বাচন করে তাদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার।

প্রতি বছরই রাজ‍্যের তথ‍্য ও সংষ্কৃতি দফতরের তরফে আয়োজন করা হয় এই বিশেষ অ্যাওয়ার্ড শোয়ের। এ বছর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল শোটি। উপস্থিত ছিলেন স্বয়ং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় (Mamata Banerjee), ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, রাজ চক্রবর্তীর মতো ব‍্যক্তিত্বরা।

IMG 20220311 161416
এদিন নতুন টেলি অ্যাকাডেমির প্রশাসনিক ভবন ও চারটি স্টুডিওর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ‍্যমন্ত্রী। বারুইপুরে মোট দশ একর জমির উপরে তৈরি এই আধুনিক মানের শুটিং ফ্লোরে রয়েছে একাধিক ব‍্যবস্থাপনা। এদিন মঞ্চে প্রয়াত গীতশ্রী সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়কেও শ্রদ্ধা জানানো হয়।

https://www.instagram.com/p/Ca71633hcio/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/Ca7VJxCqn6L/?utm_medium=copy_link

বিভিন্ন বিভাগে একগুচ্ছ সেরা অভিনেতা অভিনেত্রীর নাম ঘোষনা করে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন। সেরা অভিনেত্রী ও অভিনেতার পুরস্কার পান  মিঠাই ও সিদ্ধার্থ অর্থাৎ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এবং আদৃত রায় (Adrit Roy)। এছাড়াও পুরস্কার পেয়েছেন ‘মোহর’ সিরিয়ালের সোনামণি সাহা এবং প্রতীক সেন।

https://www.instagram.com/p/Ca84lF2Pzsn/?utm_medium=copy_link

এখানেই শেষ নয়। মিঠাই পরিবারের হাতে উঠেছে আরো পুরস্কার। সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন মোদক পরিবারের দাদাই অর্থাৎ বিশ্বজিৎ চক্রবর্তী। সবথেকে জনপ্রিয় সিরিয়ালের খেতাবও পেয়েছে ‘মিঠাই’। নিন্দুকদের জন‍্য এটা যোগ‍্য জবাব বলেই মনে করছেন মিঠাই প্রেমীরা।

IMG 20220311 161341
এক নজরে দেখে নিন কে কোন পুরস্কার পেল-
সেরা শিশু অভিনেতা- মেঘন চক্রবর্তী (ফেলনা)
সেরা অভিনেতা- দেবজ্যোতি রায়চৌধুরী (কপালকুন্ডলা) (খল চরিত্র)
সেরা অভিনেত্রী- উষসী চক্রবর্তী (শ্রীময়ী) (খল চরিত্র)
সেরা সহ অভিনেতা- টোটা রায়চৌধুরী (শ্রীময়ী)
সেরা সহ অভিনেত্রী- আর্যা ব্যানার্জি (ফিরকি), লাবনী ব্যানার্জি (ফেলনা)
সেরা জুটি- সৃজা গুহ ও শন ব্যানার্জি (মন ফাগুন), তৃণা সাহা ও কৌশিক রায় (খড়কুটো)
অসাধারণ প্রত্যাবর্তন- ঐন্দ্রিলা শর্মা
আজীবন অবদানের স্বীকৃতি- শকুন্তলা বড়ুয়া
মরণোত্তর বিশেষ কৃতি সম্মান- সৌমিত্র চট্টোপাধ্যায়
অনুপ্রেরণামূলক চরিত্র- সোলাঙ্কি রায় (গাঁটছড়া), ইন্দ্রানী হালদার (শ্রীময়ী), শ্বেতা ভট্টাচার্য (যমুনা ঢাকি)
সেরা কৌতুক অভিনেতা- অম্বরেশ ভট্টাচার্য, অসীম রায় চৌধুরী
সেরা কৌতুক অভিনেত্রী- অন্বেষা হাজরা
সেরা সঞ্চালক (নন-ফিকশন) – সৌরভ গঙ্গোপাধ্যায়

Niranjana Nag

সম্পর্কিত খবর