সিডের সঙ্গে প্রেমের করে সোমের কোলে চেপে বসলেন! সৌমিতৃষা-ধ্রুবর নতুন ভিডিও দেখে খুনসুটি নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: বাস্তবে বসন্তের দেখা মিলুক না মিলুক, মিঠাই (Mithai) সিদ্ধার্থর জীবনে এখন রোজই বসন্ত। পাহাড় থেকে ফেরার পরেই বদলে গিয়েছে সিড। উচ্ছেবাবুকে এখন আর অতটাও তেতো লাগে না। বরং সুযোগ পেলেই মিঠাইকে জড়িয়ে ধরছে সে। সবথেকে মিলিয়ে ‘ডিরিম’ বাস্তব হয়ে গিয়েছে মিঠাইয়ের। কিন্তু তা সত্ত্বেও সোমের প্রতিই তার মন উড়ুউড়ু!

ব্যাপারটা ঠিক কী? আসলে সিরিয়ালে উচ্ছেবাবু বদলালেও বাস্তবে অভিনেতা আদৃত রায় তো আর বদলাননি। এখনো তিনি সোশ্যাল মিডিয়া বিমুখ। এদিকে সৌমিতৃষা (Soumitrisha Kundu) যাকে বলে ‘রিল কুইন’। অগত্যা ভিডিও বানানোর জন্য মিঠাইয়ের অন্যান্য সহ অভিনেতাদের উপরেই ভরসা করতে হয় তাঁকে।

IMG 20220228 003245

তাই মাঝে মাঝেই সোম ওরফে ধ্রুব সরকার (Dhrubo Sarkar) এবং তন্বী লাহা রায় অর্থাৎ তোর্সার সঙ্গে রিল ভিডিও বানান সৌমিতৃষা। তার মধ্যে ধ্রুবর সঙ্গে বানানো রিল ভিডিও গুলি বেশ ভাইরাল হয়। এই যেমন পাহাড়ে শুটিংয়ে গিয়ে একটি ভিডিও বানিয়েছিলেন দুজনে। সেখানে আবার পাহাড়ি মহিলাদের পোশাকে দেখা গিয়েছে মিঠাইরাণীকে। ভিডিওর শেষে সৌমিতৃষাকে কোলেও তুলে নিয়েছেন ধ্রুব! ভিডিও ভাইরাল না হয়ে যায় কোথায়!

IMG 20220228 003259

আসলে অনস্ক্রিনে না হলেও অফস্ক্রিনে সৌমিতৃষা ও ধ্রুবর জুটিটা বেশ পছন্দের নেটনাগরিকদের কাছে। তাই দুজনে ভিডিও বানালেই তা ভাইরাল হয়। তেমনি আবার মজা করতেও ছাড়েন না নেটিজেনরা। সিদ্ধার্থ ‘আই লভ ইউ’ বললেও শেষে সোমের কোলেই উঠে পড়ল মিঠাই! মশকরা নেটনাগরিকদের।

https://www.instagram.com/reel/Cac7L1mhxCo/?utm_medium=copy_link

প্রসঙ্গত, গত তিন সপ্তাহ আগে বাংলা সেরার তকমা হারিয়েছে মিঠাই। স্টার জলসার ‘গাঁটছড়া’র কাছে হেরে গিয়েছে মিঠাইরাণী। যদিও সিড মিঠাইয়ের নতুন নতুন রোম্যান্স ও হল্লা পার্টির খুনসুটির উপরে ভরসা করে আবারো টিআরপি বাড়ানোর চেষ্টা করছে এই সিরিয়াল।

Niranjana Nag

সম্পর্কিত খবর