রিল নয়, রিয়েলেই ত্রিকোণ প্রেমের কাহিনি! আদৃতকে নিয়ে দড়ি টানাটানি সৌমিতৃষা-কৌশাম্বীর?

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালে (Bengali Serial) ত্রিকোণ প্রেম, নায়ক বা নায়িকার একাধিক সম্পর্ক, বিয়ে কোনো নতুন ব‍্যাপার নয়। দর্শকরাই নাকি এই ধরনের কূটকাচালিতে ভরা, পরকীয়া ওয়ালা গল্প দেখতে পছন্দ করে। ‘মিঠাই’কে (Mithai) এইদিক থেকে বেশ ব‍্যতিক্রমই বলা যায়। এখানেও নায়ক সিদ্ধার্থের বান্ধবী তোর্সা এবং স্ত্রী মিঠাইকে নিয়ে একটা ত্রিকোণ প্রেম দেখানো হয়েছিল। তবে ভালবাসাটা ছিল তোর্সার এক তরফা।

মিঠাই এর প্রতি ভালবাসা প্রকাশ করার পর থেকে ‘সিধাই’ এর মাঝে আর কেউই আসার সাহস পায়নি। তবে এটা অনস্ক্রিনের গল্প। সেখানে যা হয়নি, অফস্ক্রিনে নাকি সেটাই ঘটে গিয়েছে। ত্রিকোণ প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে আদৃত রায় (Adrit Roy), সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এবং কৌশাম্বী চক্রবর্তীকে (Koushambi Chakraborty) নিয়ে।

IMG 20220527 011715 1
আদৃত কৌশাম্বীর সম্পর্কের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিনের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই কৌশাম্বীর সঙ্গে নাম জড়িয়েছিল আদৃতের। অদ্ভূত ভাবে দুজনের অনস্ক্রিন সম্পর্ক পিসতুতো দিদি ভাইয়ের। গুঞ্জন যেমন উঠেছিল তেমন থিতিয়েও গিয়েছিল। কিন্তু কিছুদিন আগে আবারো জল্পনা উসকে দেন আদৃত নিজেই।

পর্দার ‘দিদিয়া’কে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে দাবি করে নিন্দুকদের একহাত নিয়েছিলেন তিনি। পালটা সমালোচিত হতে হয়েছিল আদৃত কৌশাম্বী দুজনকেই। এরপরেই সৌমিতৃষার বদলে যাওয়া আচরণে খটকা লেগেছিল অনেকেরই। নিজের অনস্ক্রিন নায়ককে সোশ‍্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানাননি তিনি। কেক কাটার সময়েও দূরত্ব ছিল আদৃত সৌমিতৃষার মধ‍্যে।

কৌশাম্বীকেও আনফলো করেছেন তিনি ইনস্টাগ্রাম থেকে। উপরন্তু সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আদৃতের সঙ্গে মনোমালিন‍্যের ব‍্যাপারটা সম্পূর্ণ উড়িয়ে দেননি মিঠাই। বরং কিছুটা রহস‍্য করেই বলেছেন, যদি কোনো সমস‍্যা হয়ে থাকেও, পর্দায় রসায়নে তো কোনো প্রভাব পড়ছে না!

এই গুঞ্জনের মাঝেই নাকি একটি প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে, মিঠাই কি বাস্তবেই উচ্ছেবাবুকে ভালবেসে ফেলেছে? সেই প্রেমের মাঝে বাধা স্বরূপ কৌশাম্বী? জল্পনা তুঙ্গে থাকলেও সৌমিতৃষা কৌশাম্বীর দাবি, তাঁরা আগের মতোই হই হুল্লোড় করে কাজ করেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর