বড় জা-ই বেস্ট ফ্রেন্ড, সিরিয়ালে হম্বিতম্বি করলেও মিঠাইকে জড়িয়ে ধরে রিল ভিডিও বানালো তোর্সা

বাংলাহান্ট ডেস্ক: পর্দায় যতই দুজনের মধ‍্যে আদায় কাঁচকলায় সম্পর্ক হোক না কেন, ক‍্যামেরার পেছনে কিন্তু দিব‍্যি ভাল বন্ধুত্ব মিঠাই (mithai) তোর্সার (torsha) ওরফে সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu) ও তন্বী লাহা রায়ের (tonni laha roy)। একে অপরকে চোখে হারান তাঁরা। বন্ধুত্ব শুরু এই মিঠাই এর সেট থেকেই। কিন্তু এই ক মাসেই বেশ গভীর বন্ধুত্ব হয়ে গিয়েছে দুজনের।

প্রায়ই একসঙ্গে রিল ভিডিও বানাতে দেখা যায় সৌমিতৃষা তন্বীকে। আসলে দুজনেই রিল ভিডিও বানাতে দক্ষ। সোশ‍্যাল মিডিয়ার ট্রেন্ড মেনে শুটের ফাঁকেই ভিডিও বানিয়ে অনুরাগীদের উপহার দেন তাঁরা। সম্প্রতি এমনি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে তন্বী সৌমিতৃষার।

IMG 20211119 150933
দুজনকেই দেখা গিয়েছে নিজের নিজের চরিত্রের পোশাকে। ভিডিও শুরু হয় দুজনের অভিমান দিয়ে। অন‍্যদিকে মুখ ঘুরিয়ে বসে রয়েছে মিঠাই তোর্সা। ব‍্যাকগ্রাউন্ডেও অভিমানের গান। তোর্সার মুখ ভার দেখে মুচকি হেসে হাত নেড়ে কাছে ডাকতেই মিঠাইরাণীকে জড়িয়ে ধরে টেস।

https://www.instagram.com/reel/CWcrstxKDUi/?utm_medium=copy_link

সোশ‍্যাল মিডিয়ায় তো এই কাণ্ড হচ্ছে। অপরদিকে সিরিয়ালে যুযুধান দুই পক্ষ। অলক্ষ্মী বিদায়ের দিন সোমের স্ত্রী হয়ে মোদক পরিবারে পা রেখেছে তোর্সা। মিঠাইকে জব্দ করার মতলব তার। কিন্তু কার্যক্ষেত্রে মনোহরায় পা রাখার মুহূর্ত থেকে বড় জাকে ঘোল খাইয়ে ছাড়ছে মিঠাই। স্ত্রীর সঙ্গে হাত মিলিয়েছে সিডও!

কালরাত্রিতে মিঠাইকে যা নয় তাই বলে অপমান করার চেষ্টা করে তোর্সা। এমনকি সে এও বলে, আরশোলা যেমন সে একটা পাখি ঠিক তেমনি মিঠাইও ভাবছে সে সিদ্ধার্থরও স্ত্রী। জবাবে মুখে কিচ্ছু না বলে টেসের গায়ে একটা নকল আরশোলা ছেড়ে দেয় মিঠাই। ব‍্যস, ট‍্যাঁশ বুড়ি জব্দ।

https://www.instagram.com/reel/CVnv45qqjdk/?utm_medium=copy_link

পরের দিন সকালেও তোর্সাকে আরেকপ্রস্থ টাইট দেয় মিঠাই। সকাল হতে না হতেই মিঠাইরাণীকে কড়া করে কফি করার হুকুম দেয় তোর্সা। সঙ্গে তাঁর কটাক্ষ, কফিতে আবার বিষ যেন না মিশিয়ে দেয় মিঠাই। কিন্তু মিঠাইরাণীকে তো কাবু করা অত সহজ নয়। হাসিমুখে কফি বানিয়ে নিয়ে গিয়ে ‘দিদিমণি’র সামনে ধরে সে। তোর্সা কফিতে চুমুক দিতেই চমক! চিনি ছাড়া তেতো কফি বানিয়ে এনেছে মিঠাই। তোর্সা হম্বিতম্বি শুরু করতেই মিঠাইয়ের জবাব, “আমি তো বললাম কিছুই (চিনিও) মেশাইনি”।

https://www.instagram.com/reel/CVDpVRSjK0j/?utm_medium=copy_link

ভাইফোঁটাতেও তোর্সাকে জব্দ করেছে মিঠাই। ননদদের কাছে গিয়ে ট‍্যাঁশ বুড়িকে ইঙ্গিত করে তাঁর প্রশ্ন, দেওরদের ভাইফোঁটা দেওয়া যায়? তোর্সা তো বিষম টিষম খেয়ে একাকার। বোনেদের উপহার দেওয়ার সময়েও সিড মিঠাইয়ের কথাই শুনেছে। তোর্সার মুখ তখন জোঁকের মুখে নুন পড়ার মতো। এসব দেখে কে বলবে ক‍্যামেরার পেছনে এত ভাব দুই জায়ের!

Niranjana Nag

সম্পর্কিত খবর