এবারেও বাংলা সেরা ‘মিঠাই’, বৃষ্টির দিনে তোর্ষা ও কাকিমাকে নিয়ে নাচ জুড়লেন সৌমিতৃষা

বাংলাহান্ট ডেস্ক: ‘মিঠাই’ (mithai) প্রেমে বুঁদ হয়ে রয়েছে আপামর বাঙালি। মাত্র কয়েক মাস হয়েছে জি বাংলায় পথচলা শুরু করেছে মিঠাই। এর মধ‍্যেই জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে সিরিয়ালের। টানা দশ সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে এই সিরিয়াল। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডুর (soumitrisha kundu) ফ‍্যান ফলোয়িং।

ইতিমধ‍্যেই ১ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে সৌমিতৃষার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ‍্যা। সোশ‍্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় তাঁকে। অনুরাগীদের জন‍্য মাঝে মাঝেই মিঠাইয়ের সেটের বা নিজের ব‍্যক্তিগত জীবনে কিছু ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন তিনি। সম্প্রতি মিঠাইয়ের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

IMG 20210517 155458 1
কাকিমা ও তোর্সার সঙ্গে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে মিঠাইকে। মেঘলা আকাশ, বৃষ্টি মুখর দিনে ‘নয়নো ওয়ালে নে’ গানের সঙ্গে মন খুলে নেচেছেন তিনজন। জি বাংলার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ‍্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটি। ইতিমধ‍্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে এই রিল ভিডিও।

প্রসঙ্গত, টানা দশ সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে মিঠাই। চলতি সপ্তাহে ১১.৯ পয়েন্ট পেয়ে বাংলা সেরা এই সিরিয়াল। কার্যত লকডাউনে বন্ধ রয়েছে স্টুডিও পাড়া। কিছু ব‍্যাঙ্কিং এপিসোড দিয়ে আপাতত কাজ চালাচ্ছে সিরিয়াল নির্মাতারা। একেবারে টানটান উত্তেজনার মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে শুটিং।

মিঠাই সিদ্ধার্থর ডিভোর্স কেসের তারিখ ক্রমশ এগিয়ে আসছে। এমন অবস্থায় যাতে গল্পের খেই হারিয়ে না যায় তাই বাড়ি থেকেই কিছু কিছু শুটিং করে দিয়েছেন বলে জানান সৌমিতৃষা। তবে গল্পের গতি ধীর হলেও আটকানো যায়নি মিঠাইকে। সব সিরিয়ালকে পেছনে ফেলে এবারেও বাংলা সেরা মিঠাই।

Niranjana Nag

সম্পর্কিত খবর