বাংলাহান্ট ডেস্ক: মিঠাই (mithai) সিরিয়ালটি (serial) শুরু হয়েছে খুব বেশিদিন হয়নি, অথচ এরই মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে এই জি বাংলার এই নতুন সিরিয়াল। একেবারে প্রাইম টাইম, রাত আটটায় জি বাংলায় সম্প্রচারিত হয় মিঠাই। ময়রার বাড়ির মেয়ে, ময়রার বাড়ির বৌ মিষ্টি মিঠাই হল সিরিয়ালের মূল চরিত্র।
তবে মিঠাই যতটা মিষ্টি ও প্রাণখোলা মেজাজের, ততটাই গম্ভীর প্রকৃতির তাঁর স্বামী তথা মোদক বাড়ির ছেলে সিদ্ধার্থ ওরফে সিড। সিডের চরিত্রে অভিনয় করছেন আদৃত রায়। এর আগে বড়পর্দায় কাজ করলেও এই প্রথম সিরিয়ালে অভিনয় করছেন তিনি।
অপরদিকে মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডুও (soumitrisha kundu) কিন্তু কম যান না। শুনলে আশ্চর্য হবেন, টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে পাঁচ বছর হয়ে গিয়েছে সৌমিতৃষার! কিন্তু কোনোদিন কোনো কাজের জন্যই নাকি তাঁকে অডিশন দিতে হয়নি। হ্যাঁ, এমনটাই বক্তব্য মিঠাইয়ের।
https://www.instagram.com/p/CNstcjjBHor/?igshid=118y4a4zhpajo
সৌমিতৃষা আসলে বারাসাতের মেয়ে। একটি ব্র্যান্ডের মডেল হয়ে প্রথমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। সেই সময় তাঁর ছবি দেখে পছন্দ হয়ে যায় চ্যানেলের। সরাসরি সুযোগ পেয়ে যান এ আমার গুরুদক্ষিণা ধারাবাহিকে। তবে চরিত্রটি ছিল খলনায়িকার। এরপর থেকে আর পেছনে ফিরে দেখতে হয়নি সৌমিতৃষাকে।
জল কালী কলকাত্তাওয়ালী, গোপাল ভাঁড়, অলৌকিক না লৌকিক, কনে বউ ধারাবাহিকে অভিনয়ের পর আজ তিনি মিঠাই। পর্দার মিঠাইয়ের সঙ্গে বাস্তবের সৌমিতৃষারও কিন্তু বেশ মিল রয়েছে। দুজনেই মিষ্টির পোকা। নিজেই গর্ব করে জানান, শুটিংয়ের খাতিরে যে সব মিষ্টি সেটে আসে অধিকাংশই যায় তাঁর পেটে।
https://www.instagram.com/p/CJ1hiOyBnGF/?igshid=fmxbbrujpao8
মিঠাইয়ের মতোই তিনিও বেশ ছটফটে। সেটে কোনোদিন কিছু না ভাঙলে নাকি বাকিরা জিজ্ঞাসা করে তিনি সুস্থ আছেন কিনা। নিজেও উলটে পড়েন বহুবার। তবে বাস্তবেও সেটে সবার খুবই আদরের সৌমিতৃষা। তবে মিঠাইয়ের সঙ্গে তাঁর অমিল একটাই জায়গায়। বাস্তবে নাকি রান্নার ‘র’ ও জানেন না সৌমিতৃষা। এমনকি গ্যাসও জ্বালাতে পারেন না তিনি।