বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার ১ লা জুন থেকে আর তাড়াহুড়ো থাকবে না ভারতলক্ষ্মীর ‘মিঠাই’ (Mithai) এর সেটে। গতকাল ৩১ মে শেষ শুটিং হয়ে গিয়েছে জি বাংলার এই সিরিয়ালের। অভিনেতা অভিনেত্রীরা কেউ কেউ অবশ্য আজও ব্যস্ত থাকবেন অন্য সিরিয়ালের শুটিংয়ে। আবার কেউ কেউ বিরতি নেবেন কিছুদিনের জন্য। আপাতত সোশ্যাল মিডিয়া উপচে পড়ছে মিঠাই এর শেষ দিনে স্টুডিওর অন্দরে নানান ভিডিওতে।
ভারতলক্ষ্মী স্টুডিওতে প্রায় রোজই ভিড় থাকত মিঠাইয়ের দৌলতে। সৌমিতৃষা কুণ্ডু, আদৃত রায়দের সঙ্গে দেখা করার উদ্দেশে ভিড় জমাতেন দলে দলে অনুরাগীরা। কিন্তু শেষ দুদিনের ভিড় ছাপিয়ে গিয়েছে এই আড়াই বছরকে। শুটের সময়টুকু বাদ দিয়ে প্রায় সারাক্ষণই ভক্তদের মাঝে ঘিরে ছিলেন সিড মিঠাই। রাতের দিকে অনুরাগীদের ভিড় যখন পাতলা হতে শুরু করেছে তখনই এক বিরাট সারপ্রাইজ দিলেন সৌমিতৃষা আদৃত।
যাঁদের নিয়ে বিগত এক বছর ধরে নানান গুঞ্জন, যাঁদের অফস্ক্রিন রসায়ন নিয়ে হাজারো জল্পনা তাঁরাই এদিন ধরা দিলেন অন্য ভাবে। বেশিরভাগ সময়টাই পাশাপাশি দেখা গেল আদৃত সৌমিতৃষাকে। কেক কেটে মিঠাই রানীকে নিজে হাতে খাইয়ে দিলেন সিডি বয়। পালটা তাঁকেও কেক খাইয়ে নাকেও মাখিয়ে দিলেন সৌমিতৃষা।
শেষে অনুরাগীদের এতদিনের ইচ্ছা পূরণ করে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা গেল আদৃত সৌমিতৃষাকে। ক্যামেরার সামনেই পাশাপাশি দাঁড়িয়ে অনুরাগীদের সঙ্গে কথা বললেন এতদিনের নায়ক নায়িকা। সবার আবদার পূরণ করলেন। ভবিষ্যতে কি আর একসঙ্গে কাজ করবেন? প্রশ্নের উত্তরে দুজনেই বললেন, এমনি ভাল কোনো স্ক্রিপ্ট বা এর থেকেও ভাল চিত্রনাট্য পেলেই দুজনে নিশ্চয়ই আবার একসঙ্গে ধরা দেবেন পর্দায়।
উল্লেখ্য, এদিন মিঠাইয়ের অনেক পুরনো সদস্যকে দেখা গেলেও কৌশাম্বীকে তেমন দেখা যায়নি। তিনি ব্যস্ত রয়েছেন নতুন সিরিয়াল ‘ফুলকি’র শুটিংয়ে। তাঁর অনুপস্থিতিতে অনেকটাই সহজ হতে দেখা গেল আদৃত সৌমিতৃষাকে। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে নতুন জল্পনা।
অনেকের মতে, চর্চিত প্রেমিকার জন্য মিঠাইয়ের সঙ্গে ঠিক করে কথা বলতে পারেন না আদৃত। কৌশাম্বীই নাকি তৃতীয় ব্যক্তি হিসেবে ঢুকে পড়েছেন তাঁদের মাঝে। আদৃত সৌমিতৃষার ভিডিও দেখে নেটিজেনরাও মন্তব্য করেছেন, কৌশাম্বী ছিলেন না বলেই হতে পারল ‘সিধাই’ মোমেন্ট।