অনুরাগীদের সঙ্গে প্রাক জন্মদিন সেলিব্রেশন সৌমিতৃষার, উপহার হিসাবে হারানো সিংহাসন ফেরত পাবে ‘মিঠাই’?

বাংলাহান্ট ডেস্ক: এই মুহূর্তে বাংলা সিরিয়ালগুলির মধ্যে জনপ্রিয়তার নিরিখে উপরের দিকে স্থান থাকবে ‘মিঠাই’ (Mithai) এর। হ্যাঁ, সেরার শিরোপা তার হাতছাড়া হয়েছে ঠিকই। কিন্তু মোদক পরিবারের বৌমার মিষ্টত্বে এখনো বু্ঁদ হয়ে রয়েছে দর্শকরা। তাদের অনেকের কাছেই এখনো সেরা নায়িকা সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।

আগামীকাল, ২৪ ফেব্রুয়ারি সেই নায়িকারই জন্মদিন। গুগল বলছে ২২ এ পা দেবেন সৌমিতৃষা। জন্মদিনে তো আলাদা পরিকল্পনা রয়েইছে। কিন্তু তার আগেই আরো একবার জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী। তবে এটা নিজের অনুরাগীদের সঙ্গে, যাদের নিজের বৃহত্তর পরিবার বলে পরিচয় দেন তিনি।

IMG 20220223 214800
ভক্তদের ভালবাসাতেই একজন অভিনেত্রী তারকা হয়ে ওঠেন, সেটা খুব ভালভাবেই বোঝেন সৌমিতৃষা। আর তাই তো অনুরাগীদের বিশেষ গুরুত্ব দেন তিনি। ব্যস্ত শিডিউলের মাঝেও সময় বের করে ভক্তদের বানানো ছবি, ভিডিও শেয়ার করেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

এবার এই ভক্তদের আয়োজিত জন্মদিনের পার্টিতেও হাসিমুখে হাজির থাকলেন সৌমিতৃষা। সাদা ও হলুদ শাড়ি, খোলা চুলে সাদাসিধে ভাবে সেজেছিলেন তিনি। তাতেই তাঁর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। হ্যাপি বার্থডে লেখা বেলুন দিয়ে সাজানো হয়েছিল পার্টি। ইয়া বড় এক কেক কেটে সেলিব্রেট করেন সৌমিতৃষা।

https://www.instagram.com/p/CaUn1xeBS23/?utm_medium=copy_link

ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার আরেকটি পরিবার, আমার অনুরাগীদের তরফে প্রাক জন্মদিন উদযাপন। এত ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।’ কমেন্ট বক্সেও তাঁকে ভালবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

IMG 20220223 214822
প্রসঙ্গত, গত দু সপ্তাহ ধরে টিআরপি তালিকার প্রথম স্থান হারিয়েছে মিঠাই। সেই সিংহাসন ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে গোটা টিম। ভালবাসার গুরুত্ব বুঝেছে মিঠাই। ‘আই লভ ইউ’ও বলেছে। দর্শকদের প্রার্থনা, জন্মদিনে যদি হারানো স্থান ফিরে পায় মিঠাই সেটাই সবে সৌমিতৃষার কাছে সবথেকে বড় উপহার।

Niranjana Nag

সম্পর্কিত খবর