‘মিঠাই’ এর সফর শেষ! চোখে জল নিয়ে শেষদিনের শুটিং করলেন সৌমিতৃষা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যারা সিরিয়ালের (Serial) নিয়মিত দর্শক তারা কাল্পনিক চরিত্রগুলোকেও পরিবারের সদস‍্যদের মতোই ভালবাসেন। নিয়মিত তাদের সুখ দুঃখের সঙ্গী হতে হতে ভালবেসে ফেলেন নায়ক নায়িকা সহ সকলকেই। দর্শকদের এমনি একটি প্রিয় সিরিয়াল হল ‘মিঠাই’ (Mithai)। জি বাংলার অন‍্যতম পুরনো এই সিরিয়ালটি খুব শিগগির দু বছর অতিক্রম করবে।

এই দু বছরে মিঠাই রানী ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu) এক রকম ঘরের মেয়ে হয়ে উঠেছেন দর্শকদের। সিড মিঠাইয়ের লভস্টোরি চিরদিনের মতো মনে গেঁথে গিয়েছে দর্শকদের। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে, নতুন দুটো সিরিয়ালের আগমনে নাকি শেষ করে দেওয়া হবে মিঠাই। ইতিমধ‍্যেই দীর্ঘদিনের স্লটও হারিয়েছে সিরিয়ালটি। এবার চোখে জল নিয়ে শেষ বার মিঠাই সাজার কথা জানালেন সৌমিতৃষা।


মিঠাই হিসাবে শেষ দিনের শুটিং সেরে ফেলেছেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় সেকথাই জানিয়েছেন তিনি অনুরাগীদের। সঙ্গে একটি বার্তায় লিখেছেন, সুন্দর ভাবে একটি অধ‍্যায়ের শেষ হল। মিঠাই কোথাও না কোথাও থেকে যাবে তোমাদের জন‍্য।

না না, মিঠাই ভক্তদের চিন্তার কারণ নেই। মিঠাইয়ের সফর শেষ হচ্ছে বটে, কারণ নতুন রূপ নিয়ে আসতে চলেছে ‘মিঠি’। দর্শকরা ইতিমধ‍্যেই জেনে গিয়েছেন, সিরিয়ালে মিঠাইয়ের মৃত‍্যু দেখানো হবে। তারপর গল্পে এনট্রি হবে মডার্ন মিঠির। তার সঙ্গে মিঠাইয়ের মুখের অদ্ভূত মিল। সিড মিঠাইয়ের ছেলে শাক‍্যর শিক্ষিকা হয়ে মনোহরায় আসা এই মিঠিকে নিয়েই নতুন করে শুরু হবে গল্প।

পুরনো মিঠাই হিসাবেই এদিন শেষ শট দিয়েছেন সৌমিতৃষা। এতদিন ধরে একটা চরিত্রকে নিজের মধ‍্যে লালন করেছেন তিনি। তার সঙ্গে বিচ্ছেদের সময়ে কষ্ট তো হবেই। মন খারাপ দর্শকদেরও। ইতিমধ‍্যেই সিরিয়ালের ট্র‍্যাক দেখে মনে করা হচ্ছে, আদিত‍্য আগরওয়ালের ষড়যন্ত্রেই মারা যাবে মিঠাই।


মিঠিকে এখনো মেনে নিতে পারেনি অধিকাংশ দর্শকই। একজন লিখেছেন, মিঠি যদি মিঠাই না হয় তবে সিরিয়ালটি তার কাছে ইতি টানল এখন থেকেই। সিরিয়ালের নাম মিঠাই, সিদ্ধার্থ বলেছিল মিঠাইয়ের সঙ্গে সে বুড়ো হতে চায়। লেখিকা যদি এমন কিছু না করেন তাহলে দর্শকদের আবেগের সঙ্গে অন‍্যায় করা হবে।

সম্পর্কিত খবর

X