চোখেমুখে উপচে পড়ছে ভয়, বিয়ের দিনই কোন চরম সত্যি জানতে পারলেন সৌমিতৃষা!

বাংলাহান্ট ডেস্ক : বিয়ের কনের সাজে ভাইরাল সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) ছবি। লাল বেনারসী, সর্বাঙ্গে সোনার গয়না, মাথায় মুকুট চেলি পরে একেবারে নতুন কনের বেশেই ধরা দিয়েছেন তিনি। ব্যাপারটা কী? তবে কি সত্যি সত্যিই বিয়ে করছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)? কেরিয়ারের সাফল্যের ঢেউ লাগতেই কি জীবনের অন্যতম বড় সিদ্ধান্তটা নিয়ে ফেললেন তিনি?

বিয়ে করলেন নাকি সৌমিতৃষা (Soumitrisha Kundu)

আজ্ঞে না। সৌমিতৃষা (Soumitrisha Kundu) বিয়ে করছেন ঠিকই, তবে সেটা বাস্তব জীবনে নয়, পর্দায়। হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি। নতুন প্রোজেক্টের কারণেই এমন বেশ মিঠাই রানীর। সিরিয়াল, সিনেমার পর এবার ওয়েব সিরিজে পা রাখতে ছলেছেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তাঁর ডিজিটালের ডেবিউয়ের খবর আগেই আমরা জানিয়েছিলাম পাঠকদের কাছে। অয়ন চক্রবর্তী পরিচালিত ‘কালরাত্রি’ ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে সৌমিতৃষাকে (Soumitrisha Kundu)

আরো পড়ুন : এইডস আক্রান্ত নায়ক, মুখ ফেরায় ইন্ডাস্ট্রি, মাত্র ১ টাকায় অভিনয় করতে রাজি হন সলমন

প্রথম ওয়েব সিরিজের লুক ভাইরাল

প্রথম যে লুক প্রকাশ্যে এসেছে তাঁর, সেখানে বিয়ের কনের সাজেই ধরা দিয়েছেন তিনি। তবে মনমরা, উৎকণ্ঠিত ভাব সৌমিতৃষার (Soumitrisha Kundu)। সিরিজের গল্প বলছে, বিয়ের দিনই তাঁর বান্ধবী ভবিষৎবাণী করবে, তাঁর স্বামীর নাকি রহস্যময় মৃত্যুর সম্ভাবনা রয়েছে। গল্প যত এগোবে ততই জমাট বাঁধবে রহস্য। সিরিজে সৌমিতৃষার (Soumitrisha Kundu) চরিত্রের নাম দেবী। এছাড়াও এই সিরিজে অভিনয় করছেন ইন্দ্রাশিষ রায়, রাজদীপ গুপ্ত, রূপাঞ্জনা মিত্র, সৈরিতী বন্দ্যোপাধ্যায়রা।

আরো পড়ুন : অভিনয়ে তো তুখোড়, পড়াশোনার দৌড় কদ্দূর? উচ্চমাধ্যমিকে কত নম্বর পেয়েছিলেন এই বলিউড তারকারা!

প্রথম কাজ নিয়ে মুখ খুললেন সৌমিতৃষা

সম্প্রতি নিজের আসন্ন ওয়েব সিরিজ নিয়ে মুখ খোলেন সৌমিতৃষা (Soumitrisha Kundu)। তিনি জানান, দেবী চরিত্রটির মধ্যে অনেকগুলি স্তর রয়েছে। তাঁর প্রথম ওয়েব সিরিজ, তাই উত্তেজনাও রয়েছে অনেক খানি। সিরিয়াল, সিনেমার মতো এখানেও দর্শকরা তাঁর কাজ আপন করে নেবেন বলে আশাবাদী সৌমিতৃষা।

Soumitrisha Kundu

প্রসঙ্গত, হিন্দু বিয়ের রীতিতে, বিয়ের পর দিন স্বামী স্ত্রী পরস্পরের মুখ দর্শন করে না। এই রাতটাকেই বলা হয় কালরাত্রি। জানা গিয়েছে, ১১ ই সেপ্টেম্বর থেকে কালরাত্রি সিরিজের শুটিং শুরু হবে। ৪ ঠা অক্টোবর পর্যন্ত চলবে শুটিং। সৌমিতৃষার কেরিয়ারের এই নতুন মোড়ে খুশি তাঁর অনুরাগীরাও। হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর