সৌমিতৃষা-আদৃতের বিকৃত ছবি শেয়ার! ফ‍্যানপেজের উপরে রেগে আগুন মিঠাই

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভালবাসার অত‍্যাচার, তারকাদের প্রায়ই সহ‍্য করতে হয়। সিনেমা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের প্রতি অনুরাগীদের ভালবাসা মাঝে মাঝে মাত্রা ছাড়িয়ে যায়। তখনি ঘটে বিপত্তি। অনেক সময় এর জন‍্য তারকাদের কাছেও নীচে নেমে যান ফ‍্যানপেজগুলো‌। সম্প্রতি এমনটাই ঘটেছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundu) সঙ্গে।

‘মিঠাই’ এর দৌলতে সৌমিতৃষার ফ‍্যান ফলোয়িং এখন গোটা বাংলা জুড়ে। সিড মিঠাইয়ের ভক্তদের সংখ‍্যা গুণে শেষ করা যাবে না। সোশ‍্যাল মিডিয়ায় বহু ফ‍্যানপেজ রয়েছে ‘সিধাই’ জুটির। সিরিয়ালের খুঁটিনাটি তো বটেই, কলাকুশলীদের অনস্ক্রিন এবং অফস্ক্রিনের হালহকিকতেরও খোঁজখবর রাখে ফ‍্যানপেজগুলি। এমনি একটি ফ‍্যানপেজের উপরে ক্ষেপলেন সৌমিতৃষা।


গণ্ডগোলের সূত্রপাত একটি ছবি থেকে। ছবিটি সোশ‍্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছিলেন সৌমিতৃষা। দূর্গাপুজোয় শুটিং থেকে বিরতি নিয়ে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে আনন্দ করেছেন তিনি। তাঁর অন‍্যতম প্রিয় দুই বন্ধু রিয়াজ লস্কর এবং সায়ক চক্রবর্তীর সঙ্গে দুটি ছবি শেয়ার করেছিলেন সৌমিতৃষা। তাঁর মধ‍্যে থেকে একটি ছবিকে বিকৃত করার অভিযোগ উঠেছে ওই ফ‍্যানপেজের বিরুদ্ধে।

সায়কের সঙ্গে তোলা ছবিটিতে অভিনেতার মুখের জায়গায় এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে আদৃত রায়ের মুখ। বিষয়টি আগেই নজরে এসেছিল সৌমিতৃষার। সাবধানও করেছিলেন তিনি ফ‍্যানপেজটিকে, এমন ভুল যাতে আর না হয়। কিন্তু সৌমিতৃষার অভিযোগ, তারা নাকি কমেন্টটিও মুছে দিয়েছেন।

https://www.instagram.com/p/CjPzQ7MrYPu/?igshid=YmMyMTA2M2Y=

শেষমেষ স্ক্রিনশট তুলে অভিনেত্রী ক্ষোভ উগরে দিয়েছেন ফ‍্যানপেজটির বিরুদ্ধে। লিখেছেন, ‘তোমাদের এমনটা করা উচিত নয়! এমনটা আর কখনো করবে না। এমনকি এটা পাওয়ার পরেও তোমরা আমার কমেন্ট ডিলিট করছো! তোমাদের যদি এমনটাই আচরণ হয়, অনুরাগী হওয়ার মানেটা কী?’

সিড মিঠাই ওরফে আদৃত সৌমিতৃষার ছবি নিয়ে এমনটা আগেও হয়েছে। মিঠাই ভক্তদেরই অনেকে প্রতিবাদ করেছিলেন। কিন্তু বিষয়টা কমেনি। এবার খোদ সৌমিতৃষা আসরে নামায় লজ্জার মুখে পড়েছেন সিধাই জুটির অন‍্য ফ‍্যানপেজগুলিও।

X