এবার ‘মিঠাই’ও রাজনীতিতে! শোভাযাত্রার অনুষ্ঠানে তৃণমূলের মিমি-সায়ন্তিকাদের সঙ্গে নাচলেন সৌমিতৃষা

বাংলাহান্ট ডেস্ক: ঢাকে কাঠি পড়তে এখনো এক মাস বাকি। কুমোরটুলিতে ব‍্যস্ততা তুঙ্গে। বিভিন্ন নামীদামী পুজো কমিটি গুলিতে প্রস্তুতি চলছে উমাকে বরণ করে ঘরে তোলার জন‍্য। কিন্তু খাতায় কলমে পুজো শুরু হওয়ার আগেই বাংলায় পুজোর আমেজ এসে গিয়েছে। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের (Mamata Banerjee) আহ্বানে এক বর্ণাঢ‍্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে অংশ নেন বহু বিশিষ্ট জন। বিশেষ করে চমক দিলেন ‘মিঠাই’ ওরফে সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।

সেপ্টেম্বর মাস থেকেই এবারের পুজো শুরু হয়ে যাবে, ঘোষনা করেছিলেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বাংলার দূর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। ধন‍্যবাদ জ্ঞাপন করে শোভাযাত্রা এবং অনুষ্ঠানের আয়োজন করা হবে, তা আগেই জানিয়েছিলেন মুখ‍্যমন্ত্রী। বৃহস্পতিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মিছিল শুরু হয়। শেষ হয় রেড রোডে।

320 214 16073086 1101 16073086 1660200088637

বর্ণাঢ‍্য শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন মুখ‍্যমন্ত্রী স্বয়ং। পাশে পাশেই হাঁটছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, অরূপ বিশ্বাস ছাড়াও সাংষ্কৃতিক জগতের বহু চেনা পরিচিত মুখ। মুখ‍্যমন্ত্রীর পাশেই দেখা মিলল অভিনেত্রী তথা তৃণমূল কাউন্সিলর শ্রীতমা ভট্টাচার্য, পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, পরিচালক সুদেষ্ণা রায়, অভিনেতা ভরত কল সহ আরো অনেককেই।

ঢাকের বাদ‍্যি, শাঁখ, উলুধ্বনি, রঙিন ট‍্যাবলো, দূর্গা প্রতিমা, ছৌ নাচ শিল্পীদের নিয়ে এগিয়ে চলে বিরাট শোভাযাত্রা। রেড রোডে আয়োজন করা হয়েছিল সাংষ্কৃতিক অনুষ্ঠানের। সেখানেই পারফর্ম করতে দেখা গেল বড়পর্দা ও ছোটপর্দার বিশিষ্ট অভিনেত্রীদের। মিমি চক্রবর্তী, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়, কৌশানি মুখোপাধ‍্যায়ের সঙ্গে আলাদা করে নজর কাড়লেন সৌমিতৃষা।

Mithai soumitrisha
লাল পাড় সাদা শাড়িতে নাচতে দেখা গিয়েছে পর্দার মিঠাইকে। সেই সঙ্গে একটা প্রশ্নও উঠতে শুরু করেছে। সৌমিতৃষাও কি রাজনীতিতে যোগ দিলেন? এর আগে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মুখ‍্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছিলেন সৌমিতৃষা। কিন্তু সেই অর্থে প্রত‍্যক্ষ রাজনীতির সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত হতে দেখা যায়নি তাঁকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর