উচ্ছেবাবুকে ভুলে কার সঙ্গে ঘনিষ্ঠ ‘মিঠাই’ সৌমিতৃষা! সিডের কষ্টে মন খারাপ নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: সিরিয়ালপ্রেমীদের মুখে মুখে এখন একটাই নাম, ‘মিঠাই’ (mithai)। গত কয়েক মাসে বাংলা সিরিয়ালের জগতে রেকর্ড ভাঙা পারফরম‍্যান্স দেখিয়েছে জি বাংলার এই সিরিয়াল। টানা ৩৪ সপ্তাহ ধরে বাংলা সেরা মিঠাই। জমাটি গল্প ও অভিনয় দক্ষতার জোরে মিঠাই সিড জুটি এখন ঘরে ঘরে সমাদৃত।

তবে মিঠাই এবং সিদ্ধার্থ ওরফে সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu) এবং আদৃত রায় জুটি বেঁধেছেন শুধু অনস্ক্রিনেই। অফস্ক্রিনে তাঁদের সম্পর্ক ‘টম অ্যান্ড জেরি’র মতোই। উপরন্তু বাস্তবে ইতিমধ‍্যেই একজন ‘মিঠাই’কে পেয়েই গিয়েছেন ‘উচ্ছেবাবু’। অফস্ক্রিন প্রেমিকা সুপ্রিয়ার সঙ্গে নাকি খুব শিগগির গাঁটছড়াও বাঁধতে চলেছেন আদৃত।

mITHAI fi
এতদিন সৌমিতৃষার ‘বিশেষ বন্ধু’র কোনো খোঁজ খবর পাওয়া না গেলেও সম্প্রতি একটি ভিডিও দেখে সন্দিহান হয়ে পড়েছেন নেটিজেনরা। অনেকে তো বলেই কী আছে সেই ভিডিওতে যা নিয়ে এত গুঞ্জন? ব‍্যাপারটা খোলসা করেই বলা যাক।

জনপ্রিয় ইউটিউবার রিয়াজ লস্করের সঙ্গে সৌমিতৃষার বন্ধুত্বর কথা অনেকেই জানেন। প্রায়ই একে অপরের সঙ্গে ছবি, ভিডিও শেয়ার করতে থাকেন দুজনে। সম্প্রতি একটি রিল ভিডিও শেয়ার করেছেন রিয়াজ। সেখানে দেখা যাচ্ছে, রিয়াজের জামার কলার ঠিক করে দিচ্ছেন সৌমিতৃষা। আচমকা তাঁর কোমর ধরে নিজের দিকে টানেন রিয়াজ। লজ্জায় মুখ নীচু করেন সৌমিতৃষা।

https://www.instagram.com/reel/CWKYledgZyh/?utm_medium=copy_link

ব‍্যাকগ্রাউন্ডে রোম‍্যান্টিক গান দিয়ে এমন ভিডিও দেখে নেটিজেনরা হতবাক। সৌমিতৃষার ফ‍্যানপেজের তরফে কমেন্ট এসেছে, ‘সিড এর কষ্টটা বুঝতে পারছি’। অনেকেই ভালবাসা পাঠিয়েছেন, বন্ধুত্ব অটুট থাকার প্রার্থনা করেছেন। ৫৪ হাজার ছাড়িয়েছে ভিডিওতে লাইকের সংখ‍্যা।

IMG 20211113 161623
এমন ভিডিও আগেও অনেক বানিয়েছেন সৌমিতৃষা রিয়াজ। তখনো প্রশ্ন উঠেছিল, দুজনে কি ডেট করছেন? কিন্তু এড়িয়ে গিয়েছিলেন তাঁরা। রিয়াজকে বরাবরই ভাল বন্ধু বলে মেনে এসেছেন সৌমিতৃষা। তাঁর আরেক ঘনিষ্ঠ বন্ধু সায়ক চক্রবর্তীর সঙ্গে ইউটিউবে ভ্লগ চ‍্যানেল চালান রিয়াজ। এছাড়া গৌরব চট্টোপাধ‍্যায় ও সোলাঙ্কি রায়ের আসন্ন সিরিয়ালেও অভিনয়ে ডেবিউ করবেন রিয়াজ।

Niranjana Nag

সম্পর্কিত খবর